Sunday, November 9, 2025

সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশজুড়ে ‘আনলক’ পর্ব শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো উত্তরপ্রদেশও। রাজ্যের দোইনিক আক্রান্তের সংখ্যা তিনশোর নীচে নামতেই আনলক প্রক্রিয়ার কথা ঘোষণা করল যোগী প্রশাসন। তবে রাজ্যে এখনও জারি থাকছে নৈশ কার্ফু এবং সেইসঙ্গে সপ্তাহান্তে থাকবে লকডাউনও। তবে কার্ফুর মেয়াদ কমিয়ে রাত ৯টা থেকে সকাল সাতটা অবধি করা হয়েছে।

এর আগে উওত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা ছশো-র নীচে নামতেই শিথিল করা হচ্ছিল লকডাউন। বর্তমানে সংক্রমণ আরও কমায় রাজ্যজুড়ে একাধিক ক্ষেত্রে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। সংক্রমণ কমায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে যোগী প্রশাসন। যদিও সবক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। তবে অনেকক্ষেত্রেই চালু হয়েছে পরিষেবা। একনজরে দেখে নিনি কী কী পরিষেবা চালু হচ্ছে-

  • কন্টেনমেন্ট জ়োনের বাইরে থাকা দোকান ও বাজারগুলি সপ্তাহে পাঁচদিন খুলতে পারবে।
  • করোনা সংক্রমণকে সামাল দিতে প্রায় দু’মাস বন্ধ থাকার পর খুলছে শপিং মল ও রেস্তোরাঁ।যদিও শনি ও রবিবার ছাড়া বাকি দিনগুলিতে রাত ন’টা অবধি খোলা থাকবে শপিং মল ও রেস্তরাঁ। তবে ৫০ শতাংশ মানুষই সেখানে প্রবেশ ও বসার অনুমতি পাবেন।
  • বেসরকারি দফতরগুলিতে ১০০ শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু করা যাবে।
  • বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জনের বেশি জনসমাগম করা যাবে না।ধর্মীয় স্থানগুলির ক্ষেত্রেও একবারে ৫০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।

কী কী এখনও বন্ধ থাকছে?

  • শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আপাতত বন্ধ থাকবে
  • শপিং মল খোলা হলেও বন্ধ থাকবে সিনেমা হল, স্টেডিয়াম, জিম ও সুইমিং পুল।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version