Friday, August 29, 2025

সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশজুড়ে ‘আনলক’ পর্ব শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো উত্তরপ্রদেশও। রাজ্যের দোইনিক আক্রান্তের সংখ্যা তিনশোর নীচে নামতেই আনলক প্রক্রিয়ার কথা ঘোষণা করল যোগী প্রশাসন। তবে রাজ্যে এখনও জারি থাকছে নৈশ কার্ফু এবং সেইসঙ্গে সপ্তাহান্তে থাকবে লকডাউনও। তবে কার্ফুর মেয়াদ কমিয়ে রাত ৯টা থেকে সকাল সাতটা অবধি করা হয়েছে।

এর আগে উওত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা ছশো-র নীচে নামতেই শিথিল করা হচ্ছিল লকডাউন। বর্তমানে সংক্রমণ আরও কমায় রাজ্যজুড়ে একাধিক ক্ষেত্রে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। সংক্রমণ কমায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে যোগী প্রশাসন। যদিও সবক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। তবে অনেকক্ষেত্রেই চালু হয়েছে পরিষেবা। একনজরে দেখে নিনি কী কী পরিষেবা চালু হচ্ছে-

  • কন্টেনমেন্ট জ়োনের বাইরে থাকা দোকান ও বাজারগুলি সপ্তাহে পাঁচদিন খুলতে পারবে।
  • করোনা সংক্রমণকে সামাল দিতে প্রায় দু’মাস বন্ধ থাকার পর খুলছে শপিং মল ও রেস্তোরাঁ।যদিও শনি ও রবিবার ছাড়া বাকি দিনগুলিতে রাত ন’টা অবধি খোলা থাকবে শপিং মল ও রেস্তরাঁ। তবে ৫০ শতাংশ মানুষই সেখানে প্রবেশ ও বসার অনুমতি পাবেন।
  • বেসরকারি দফতরগুলিতে ১০০ শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু করা যাবে।
  • বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জনের বেশি জনসমাগম করা যাবে না।ধর্মীয় স্থানগুলির ক্ষেত্রেও একবারে ৫০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।

কী কী এখনও বন্ধ থাকছে?

  • শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আপাতত বন্ধ থাকবে
  • শপিং মল খোলা হলেও বন্ধ থাকবে সিনেমা হল, স্টেডিয়াম, জিম ও সুইমিং পুল।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version