Thursday, August 28, 2025

৪০ মিনিটের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা, জানাল SBI

Date:

জুন মাসে এই নিয়ে দ্বিতীয়বার ৪০ মিনিটের জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)-এর ডিজিটাল লেনদেন।ইতিমধ্যেই একথা গ্রাহকদের একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন এসবিআই কর্তৃপক্ষ। জরুরি মেনটেইন্যান্সের জন্য বন্ধ থাকবে পরিষেবা বলে গ্রাহকদের সহযোগিতার আবেদন করেছে SBI কর্তৃপক্ষ।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বেলা ১টা থেকে ১টা ৪০মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্কের সমস্তরকম ডিজিটাল লেনদেন। ওই ৪০মিনিট ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, ইয়োনো লাইট,বা ইউপিআই, কোনও মাধ্যমেই লেনদেন করতে পারবেন না গ্রাহকরা। এর আগে ১৭ জুন মেনটেইন্যান্সের জন্য বন্ধ ছিল এসবিআই-এর ডিজিটাল পরিষেবা। মে মাসেও স্টেট ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাহত হয়েছিল।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আরও ভালো পরিষেবা পৌঁছে দিতেই বারবার এই মেনটেইন্যান্সের প্রয়োজন হচ্ছে। উল্লেখ্য, দেশে সবচেয়ে বড় নেটওয়ার্ক স্টেট ব্যাঙ্কেরই। দেশ জুড়ে ২২ হাজার ব্রাঞ্চ ও ৫৭ হাজার ৮৮৯টি এটিএম রয়েছে তাদের। ২০২০ সালের ৩১ ডিসেম্বরের হিসেব অনুযায়ী, সাড়ে ৮ কোটি ইন্টারনেট ব্যাঙ্কিং গ্রাহক ও ১ কোটি ৯০ লক্ষ মোবাইল ব্যাঙ্কিং গ্রাহক রয়েছেন স্টেট ব্যাঙ্কে। স্বভাবতই ছুটির দিনে ডিজিটাল লেনদেনে বাঁধার কারণে অনেকেই অসুবিধার মধ্যে পড়বেন বলে বোঝা যাচ্ছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version