Tuesday, August 26, 2025

দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবে না’, আদালতে CBI

Date:

‘১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবে না। কোনও রেড কর্নার নোটিসও তাঁর বিরুদ্ধে থাকবে না।” সোমবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গরু- কয়লা পাচার মামলার শুনানিতে CBI-এর কৌঁসুলি ওয়াই জে দস্তুর এই প্রস্তাব দিয়েছে৷ এদিন আদালতে

 

পাশাপাশি CBI দাবি করেছে, বিনয় মিশ্রের দাবি অনুসারে ভিডিও কনফারেন্সে শুনানি নয়, অভিযুক্ত বিনয়কে তাঁরা সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চায়৷ এর কারণ হিসাবে CBI-এর আইনজীবী ওয়াই জে দস্তুর বলেন, “ভার্চুয়াল শুনানিতে আমরা রাজি নই। এই ধরনের শুনানিতে অভিযুক্তের কাছ থেকে সঠিক উত্তর পাওয়া না-ও যেতে পারে।’’ বিনয় মিশ্রের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতিতে বিনয় মিশ্র ভার্চুয়াল শুনানিই চাইছেন৷ এর উত্তরে CBI জানায়, “বিনয় মিশ্র যদি দেশে থাকতেন, তাহলে ভার্চুয়াল শুনানির কথা ভাবা যেত। কিন্তু তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন৷ তাই তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিনয়ের আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার বলেন, ‘‘বিনয় মিশ্র আত্মসমর্পণ না করলে ভিডিও কনফারেন্স-এর অনুমতি হবে না, এটা বেআইনি।’’

সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ CBI-এর কৌঁসুলি’র কাছে জানতে চান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিসের ভিত্তিতে, কার নির্দেশে গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু করলো?  উত্তরে CBI জানায়, কারও নির্দেশে নয়, CBI-এর এক DSP নিজেই FIR করেছেন৷ সেই FIR-এর ভিত্তিতেই গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু হয়েছে৷

এরপরেই বিচারপতি জানতে চান, যে ঘটনার সঙ্গে BSF-এর মতো সংস্থার সরকারি কর্মীরা জড়িত, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নির্দেশ ছাড়া CBI ‘সুয়োমটো’ সেই ঘটনার তদন্ত কি আদৌ করতে পারে? এমন এক্তিয়ার কি CBI-এর আছে ? বিচারপতির প্রশ্ন, CBI ডিরেক্টর কি পারেন কোনও অভিযোগে ছাড়াই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করতে? সেই আইন দেখাতে নির্দেশ দেন CBI-কে।

 

আদালতের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব CBI এদিন দিতে পারেনি৷ বিচারপতি CBI-কে জানিয়ে দেন, আগামিকাল, মঙ্গলবার, CBI-কে এই প্রশ্নের জবাব দিতে হবে। পাশাপাশি নির্দেশ দিয়েছেন, গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত যে FIR-এর ভিত্তিতে CBI শুরু করেছে, মঙ্গলবার তার নথি আদালতে পেশ করতে হবে।

প্রসঙ্গত, গরু ও কয়লা পাচার কাণ্ডে তাঁর নাম যুক্ত করার প্রতিবাদে হাইকোর্টে মামলা করেছেন অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র৷ এই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন বিনয়৷ বিনয় মিশ্র এই মুহুর্তে ভারতের নাগরিক নন৷ ভিন দেশের কোনও নাগরিকের বিরুদ্ধে CBI এভাবে মামলা বা তদন্ত করতে পারেনা বলেই হলফনামায় দাবি করেছেন ফেরার বিনয় মিশ্র ৷

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version