Sunday, May 4, 2025

‘মিশন ২০২৪’? দ্বিতীয় দফায় ফের পিকে-পাওয়ারের বৈঠক ঘিরে জল্পনা

Date:

বঙ্গে বিজেপি ব্যর্থতার পর, গোটা দেশের নজর এখন বাইশের উত্তরপ্রদেশ নির্বাচনের(Uttar Pradesh election) দিকে। তবে এসব কিছুকে ছাপিয়ে বিরোধী শিবির একজোট হয়ে প্রস্তুতি নিচ্ছে ২০২৪ সালের লোকসভা(lok sabha election) নির্বাচনকে মাথায় রেখে। এই পরিস্থিতির মাঝেই সোমবার ফের এনসিপি (NCP)প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) সঙ্গে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। কোন বিষয় নিয়ে তাদের এই বৈঠক তা প্রকাশ্যে না এলেও অনুমান করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে গোপনে ঘুটি সাজানো এখন থেকেই শুরু করে দিয়েছে বিরোধী শিবির। আর সেই লক্ষ্যেই এই বৈঠক। শুধু তাই নয় বৈঠক শেষে দেশের ১৫টি বিরোধী রাজনৈতিক দলকে নিজের বাসভবনে বৈঠকে ডেকেছেন পাওয়ার। এই বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এমনটাও শোনা যাচ্ছে।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলার দিকে নজর ছিল গোটা দেশের। সেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লড়াইয়ের ময়দানে ছিলেন একেবারে নরেন্দ্র মোদী- অমিত শাহরা। অবশ্য তাদের টেক্কা দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলার মসনদে বসেছেন মমতাই। আর এই লড়াইয়ে অন্যতম ভূমিকা ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের। বঙ্গে বিপুল সাফল্যের পর পিকের লক্ষ্য এখন দিল্লিতে মোদি সরকারকে সরানো। যার ফলে অ-কংগ্রেসি দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়তে উদ্যোগী হয়েছেন তিনি। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে মাত্র ১০ দিনের ব্যবধানে সোমবার ফের শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রশান্ত কিশোর। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে তৃতীয় ফ্রন্ট গঠনের পাশাপাশি, কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন:শোকজের জবাবে সন্তুষ্ট নয়, আলাপনকে কড়া চিঠি পাঠাল কেন্দ্র

উল্লেখ্য, গত ১১ জুন মুম্বইতে শরদ পাওয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রশান্ত কিশোর। যদিও সেই সাক্ষাৎকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে প্রশান্ত কিশোর দাবি করলেও ওয়াকিবহাল মহল অবশ্য তা মানতে নারাজ। বিশেষজ্ঞদের অনুমান ছিল, বঙ্গ নির্বাচনে সাফল্যের পর এবার কোমর বেঁধে লোকসভা নির্বাচনের দিকে ঝাঁপাচ্ছে টিম পিকে। আর সেই উদ্দেশেই পাওয়ারের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version