Wednesday, August 27, 2025

বনমালী মুখার্জি ইনস্টিটিউশন-এ ওয়েব সেমিনারের মাধ্যমে যোগা দিবস পালন

Date:

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও…

ওয়েব-সেমিনারে যোগাসন চর্চার মাধ্যমে আন্তর্জাতিক যোগদিবস পালন। করোনা আবহে স্বাস্থ্য সচেতনতাকে মাথায় রেখে সোমবার,একুশে জুন, সন্ধেয় অভিনব উদ্যোগে সাফল্যের সঙ্গে “বিশ্ব যোগ দিবস” পালন করলো হুগলির শতাব্দীপ্রাচীন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটিউশন। অনুষ্ঠানের প্রধান উদ্যোগী আয়োজক প্রধানশিক্ষক অমরনাথ ঘোষাল আগেই জানিয়ে দিয়েছিলেন প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে এবং যথাসময়ে অনুষ্ঠানের লিংক দিয়ে দেন।

সমগ্র অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা এবং পরিচালক ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অভিনন্দন গোস্বামী মহাশয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি গুগল মিটের মাধ্যমে সম্পন্ন হয়, যাতে শিক্ষক, শিক্ষাকর্মী , তাঁদের পরিবারের মানুষেরা, ছাত্ররা ,অভিভাবকেরা এবং বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর ভাইস প্রেসিডেন্ট ডঃ অভিজিৎ রুদ্র। বিশিষ্ট শিক্ষক শিল্পী সাংবাদিক সাম্য বাঁক ও অর্পিতা বাঁক উদ্বোধনী সংগীত এবং স্তোত্র পাঠ করেন সরকারি দপ্তর “আয়ুষ”- নির্ধারিত যোগ দিবসের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।

আরও পড়ুন-বিশ্ব যোগা দিবসে ডাকঘরের বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির

অভিনন্দন বাবু কিছু ব্যায়াম, আসন, প্রাণায়াম করান সেগুলির উপকারিতার কথা বলতে বলতে। যোগ বিষয়ে দীর্ঘদিন চর্চা ক’রে অভিজ্ঞতা অর্জন করেছে বিদ্যালয়ের ছাত্র অনিকেত এবং অতনু। বারবার তারা দর্শকদের মুগ্ধ করেছে। অনলাইন প্রোগ্রামেও তারা তাদের বিশেষ প্রদর্শন উপস্থাপিত করে সবার মন জয় করে নিল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব ডঃ পার্থ কর্মকারের উজ্জ্বল উপস্থিতি। তিনি সবাইকে সাধুবাদ জানান এবং বিদ্যালয় যে এইভাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল, সে কথা বললেন। তিনি আরও উৎসাহ দেন,বিদ্যালয় যেন ভবিষ্যতে এই ধরণের সদর্থক কাজ করতে থাকে। তিনি এবং অন্য বিশিষ্ট অতিথিদের বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে ছাত্রদেরকে আলাদাভাবে উৎসাহিত করেন। সবশেষে অভিনন্দন বাবু এবং প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জানান এবং সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version