ফের স্বস্তির খবর, রাজ্যে করোনা সংক্রমণ আরও কমলো

ফের স্বস্তির খবর। রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণ ক্রমশ ফের নিম্নমুখী। গতকাল, রবিবারের চেয়ে আজ, সোমবার সংক্রমণের সংখ্যা বেশ কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ১১৩ জন। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮১ হাজার ৭০৭ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৩৯০। করোনা জয় করে সুস্থ হয়ে গিয়েছেন মোট ১৪ লক্ষ ৪৩ হাজার ৪৫৬ জন। বর্তমানে একটিভ কেস ২২ হাজার ৭৪০ জন।