বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও…
ওয়েব-সেমিনারে যোগাসন চর্চার মাধ্যমে আন্তর্জাতিক যোগদিবস পালন। করোনা আবহে স্বাস্থ্য সচেতনতাকে মাথায় রেখে সোমবার,একুশে জুন, সন্ধেয় অভিনব উদ্যোগে সাফল্যের সঙ্গে “বিশ্ব যোগ দিবস” পালন করলো হুগলির শতাব্দীপ্রাচীন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটিউশন। অনুষ্ঠানের প্রধান উদ্যোগী আয়োজক প্রধানশিক্ষক অমরনাথ ঘোষাল আগেই জানিয়ে দিয়েছিলেন প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে এবং যথাসময়ে অনুষ্ঠানের লিংক দিয়ে দেন।
আরও পড়ুন-বিশ্ব যোগা দিবসে ডাকঘরের বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির
অভিনন্দন বাবু কিছু ব্যায়াম, আসন, প্রাণায়াম করান সেগুলির উপকারিতার কথা বলতে বলতে। যোগ বিষয়ে দীর্ঘদিন চর্চা ক’রে অভিজ্ঞতা অর্জন করেছে বিদ্যালয়ের ছাত্র অনিকেত এবং অতনু। বারবার তারা দর্শকদের মুগ্ধ করেছে। অনলাইন প্রোগ্রামেও তারা তাদের বিশেষ প্রদর্শন উপস্থাপিত করে সবার মন জয় করে নিল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব ডঃ পার্থ কর্মকারের উজ্জ্বল উপস্থিতি। তিনি সবাইকে সাধুবাদ জানান এবং বিদ্যালয় যে এইভাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল, সে কথা বললেন। তিনি আরও উৎসাহ দেন,বিদ্যালয় যেন ভবিষ্যতে এই ধরণের সদর্থক কাজ করতে থাকে। তিনি এবং অন্য বিশিষ্ট অতিথিদের বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে ছাত্রদেরকে আলাদাভাবে উৎসাহিত করেন। সবশেষে অভিনন্দন বাবু এবং প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জানান এবং সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।