Saturday, August 23, 2025

রাম মন্দিরের জমি বিতর্ক: ট্রাস্টকে ক্লিনচিটের পর এবার সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর

Date:

রাম মন্দির নির্মাণে ট্রাস্টের(Ram Mandir trust) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি(National politics)। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ২ কোটি টাকার জমির দাম হয়ে গিয়েছিল ১৮ কোটি টাকা। সেই বিতর্কের মাঝেই এবার যোগ হলো নতুন বিতর্ক। ২০ হাজার স্কোয়ার মিটারের একটি জমি জবরদখল করার অভিযোগ উঠতেই তার প্রেক্ষিতে এক সাংবাদিক(journalist) সহ তিন ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদের নেতা চম্পত রাইয়ের(champat Rai) ভাই। অন্যদিকে জমি দুর্নীতি মামলায় চম্পত রাই ও তাঁর ভাইকে প্রাথমিক তদন্তের পর ইতিমধ্যেই ক্লিনচিট দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

বিজনৌর পুলিশ সূত্রে জানা গিয়েছে, চম্পত রাইয়ের ভাই সঞ্জয় বনশল সাংবাদিক বিনীত নারায়ণ, অলকা লাহোটি ও রাজনীশের নামে ভারতীয় দণ্ডবিধির ১৫টি ধারায় ও তথ্য প্রযুক্তি আইনের তিনটি ধারায় মামলা দায়ের করেছেন। পুলিশের কাছে সঞ্জয় বনশলের অভিযোগ, ওই তিন সাংবাদিক চম্পত রাইয়ের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনেছেন এবং দেশজুড়ে কয়েক কোটি মানুষের মনোভাবে আঘাত করেছেন।

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা মামলার রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

প্রসঙ্গত, সম্প্রতি এক ফেসবুক পোস্টে সাংবাদিক বিনীত নারায়ন চম্পত রাইয়ের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, বিজনৌরে ২০ হাজার স্কোয়ার মিটারের একটি গোশালার মালিক অলকা লাহোটি নামক এক প্রবাসী। তাঁর সেই জমি দখল করে নিয়েছেন চম্পত রাই। জমি উদ্ধারের জন্য ২০১৮ সাল থেকে চেষ্টা করে যাচ্ছেন জমির আসল মালিক লাহোটি। এ প্রসঙ্গে বিজনৌরের পুলিশ প্রধান ধর্মবীর সিং একটি ভিডিয়ো বিবৃতিতে জানান, ‘স্থানীয় পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। চম্পত রাই বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ নেতা এবং রাম মন্দির তৈরির জন্য গঠিত ট্রাস্টেরও সদস্য। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ভিত্তিহীন। ওটা ঘটনার তদন্ত চলছে।’

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version