Thursday, November 13, 2025

কালিয়াচক-কাণ্ডে নয়া মোড়: ধৃত আসিফ বুঁদ থাকত সেক্স চ্যাটে, দাদাকেও ব্ল্যাকমেইল!

Date:

কালিয়াচকে মা-বা-বোন ও দিদাকে খুনের ঘটনার মূল অভিযুক্ত আসিফ (Asif) তার কম্পিউটার থেকে নিযমিত সেক্স চ্যাট করত বলে তদন্তে জানতে পেরেছেন পুলিশ। জেরার মুখে আসিফও তা কবুল করেছে বলে পুলিশ সূত্রে খবর। শুধু তা-ই নয়, আসিফ তার দাদা আরিফকেও (Arif) এই ধরনের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল (Blackmail) করত বলে সন্দেহ। পুলিশ জানতে পেরেছে, স্থানীয় একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল আরিফে। তাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে আসিফ দাদাকে ব্ল্যাকমেইল করে মুখ বন্ধ করিয়ে রেখেছিল বলে অভিযোগ।

 

পুলিশ অবশ্য আরিফের কাছ থেকে পাওয়া সব তথ্যই আদালতের সামনে রাখতে চায়। সূত্র অনুযায়ী, আরিফকে জেলা আদালতের বিতচারকে সামনে নিয়ে ১৬৪ দারায় গোপন জবানবন্দি দেওয়ানো হতে পারে। তেমন হলে আরিফকে রাজসাক্ষী করার কথাও ভাববে পুলিশ।

 

গত শনিবার কালিয়াচক (Kayachak) থানায় আসিফের দাদা অভিযোগ করেন, গত ফেব্রুয়ারি মাসে তাঁর বাবা-মা-বোন ও দিদাকে আসিফ খুন করে বাড়ির মধ্যে পুঁতে রেখেছে। এমনকী, তাঁকেও ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে মারতে চেয়েছিল বলে আরিফ অভিযোগ করেন আরিফ। কিন্তু ঘুমের ওষুধের পরিমাণ কম হওয়ায় আরিফ জেগে কোনোমতে পালিয়ে যান। তার পর থেকে তিনি বিহারে এক মামার বাড়িতে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। ঘটনাচক্রে, আসিফের এক মামাও পুলিশকে জানিয়েছেন, ওই বাড়িতে বাইরের কেউ ঢুকলে আসিফ লাঠি নিয়ে তাড়া করত। পুলিশ জানতে পেরেছে, আসিফ যেভাবে দরজা-জানালা-ঘুলঘুলি বিহীন গুদাম ঘর বানিয়েছে তা রহস্যজনক। এরকম শ্বাসরোধকারী ঘর বা গুদাম সাধারণত মিস্ত্রিরা বানান না। কারণ, তা অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে বলে রাজমিস্ত্রিরা এড়িয়ে যান। আসিফের বাড়িতে ওই ঘর তৈরির কাজ কারা করেছে তা পুলিশ খুঁজে বার করতে তদন্তে নেমেছে।প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, এলাকার কোনও রাজমিস্ত্রি ওই গুদাম বানাননি। তবে আসিফের বয়ানে চূড়ান্ত অসঙ্গতি রয়েছে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version