Sunday, November 9, 2025

মালদহের কালিয়াচক (kaliachak Malda) থেকে ধৃত চিনা গুপ্তচর (Chinese spy han) হান জুনেইয়ের আইফোন অবশেষে ক্র্যাক (the I Phone cracked by detective officers) করা হয়েছে। পাসওয়ার্ড (password) পাল্টে পাল্টে টানা কয়েকদিন ধরে গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল হান। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের দুঁদে গোয়েন্দারা খুলে ফেললেন ওই মোবাইল। আর তারপরই তা থেকে মিলেছে বহু চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন, এর মধ্যে ভারত ও চিনের বহুজনের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়েছে হানের। এ ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিকদের সঙ্গে কথাবার্তা বলার স্পষ্ট তথ্য মিলেছে আই ফোন থেকে।

গোয়েন্দারা জেনেছে, ভুয়ো ই মেল আইডি দিয়ে নানা জায়গায় অ্যাকাউন্ট খুলে যোগাযোগ রাখত হান। ফেসটাইমে অ্যাকাউন্ট খুলেও কারবার চালাত সে। তবে ধৃতের কম্পিউটার নোটবুকটি এখনও গোয়েন্দারা খুলতে পারেননি। ওই ম্যাকবুক খোলা গেলে আরও কিছু তথ্য মিলবে। তবে তদন্তের কাজে হান তেমন সহযোগিতা করছে না বলেই ল্যাপটপও খুলতে পারেননি গোয়েন্দারা। ল্যাপটপের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় রয়েছে। সেই ভাষা জানেন এমন কাউকে এখনও গোয়েন্দারা পাননি।

গত ১০ জুন মালদহের মিলিক সুলতানপুরে বাংলাদেশ সীমান্ত থেকে হানকে বিএসএফ ধরে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় দেয়। তার পরে স্পেশাল টাস্ক ফোর্স আদালতের কাছে আবেদন করে হানকে নিজেদের হেফাজতে নিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি টিমও হানকে জেরা করবেন বলে জানা গিয়েছে।

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version