Sunday, August 24, 2025

ত্রিপুরার ১৫ হাজার বিজেপি সমর্থক যোগ দিতে তৈরি, দাবি তৃণমূল রাজ্য সভাপতির 

Date:

করোনা পরিস্থিতির কারণে গণ যোগদান সম্ভব হচ্ছে না। না হলে ত্রিপুরায় (Tripura) অন্তত ১৫ হাজার বিজেপি (bjp) সমর্থক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে (tmc) যোগ দেওয়ার জন্য তৈরি। চাঞ্চল্যকর দাবি করলেন ত্রিপুরার তৃণমূল রাজ্য সভাপতি আশিস সিং (ashis singh)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের প্রশাসনিক অপদার্থতা ও বিজেপি সরকারের অনুন্নয়নে তিতিবিরক্ত হয়ে বিকল্প খুঁজছিলেন রাজ্যবাসী। বাংলায় তৃণমূলের অভূতপূর্ব সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই এখন বিকল্প ভাবছেন বিজেপি সমর্থক থেকে ত্রিপুরার সাধারণ মানুষ। আশিসবাবুর দাবি, করোনা পরিস্থিতির আর একটু উন্নতি হলেই জুলাই মাসের মাঝামাঝি যোগদান পর্ব শুরু হবে। বিজেপি সমর্থক ছাড়াও সমাজের নানা স্তর থেকে প্রায় ৫০ হাজার মানুষ ত্রিপুরায় তৃণমূলে সামিল হবেন। এরপরই খেলা শুরু হবে, মন্তব্য তাঁর। তৃণমূল নেতার দাবি, ত্রিপুরায় যদি বিপ্লব দেব সরকার এভাবেই চলতে থাকে তাহলে ক্রমশ কালাহান্ডি বা সোমালিয়ার মত অবস্থা হবে এই রাজ্যে। বাজেট বরাদ্দ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই সমস্ত অভিযোগের তথ্যপ্রমাণ দিন কয়েকের মধ্যে তুলে ধরারও ইঙ্গিত দিয়েছেন। আশিসবাবুর বক্তব্য, বাংলা ও ত্রিপুরার মধ্যে আবহমানকাল ধরে যে সাংস্কৃতিক যোগাযোগ, তার ফলে ত্রিপুরাতেও নতুন দিন আসবে।

 

প্রসঙ্গত, ত্রিপুরা বিজেপির বেশ কিছু বিধায়ক মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ হয়ে কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতায় শঙ্কিত হয়ে ইতিমধ্যেই মীমাংসাসূত্র খুঁজতে শুরু করেছেন বিজেপির দিল্লির শীর্ষ নেতারাও। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের থেকেই ফায়দা তুলতে চাইছে তৃণমূল। মুকুল রায় ত্রিপুরায় তাঁর ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। আশিসবাবুর বক্তব্য, আমাদের একমাত্র লক্ষ্য হলো জনবিরোধী দুর্নীতিগ্রস্ত বিপ্লব দেবের সরকারকে ক্ষমতা থেকে সরানো।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version