Sunday, August 24, 2025

শীর্ষ আদালতে আজ নারদ-মামলায় মুখ্যমন্ত্রীর আর্জির শুনানির সম্ভাবনা

Date:

নারদ-মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের মামলার শুনানির সম্ভাবনা। শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে এই আবেদনের শুনানি।

গত ১৭ মে নারদ-কাণ্ডে গ্রেফতার হন রাজ্যের ৪ নেতা-মন্ত্রী। ওই ঘটনার প্রতিবাদে নিজাম প্যালেসের CBI দফতরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা৷ CBI-এর অভিযোগ,ধর্নায় বসেন মুখ্যমন্ত্রীও। পাশাপাশি অভিযোগ, এই মামলার বিচার চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই ঘটনার পরেই CBI নারদ মামলা অন্যত্র সরানোর দাবি করে আদালতে৷ তাদের দাবি, প্রভাবশালীদের উপস্থিতির ফলে নিম্ন আদালতের শুনানি নিরপেক্ষ হয়নি এমন ধারণা তৈরি হবে জনমানসে। গত ২১ মে থেকে মামলা স্থানান্তর নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে চলছে শুনানি। এই মামলায় পক্ষভুক্ত করা হয় মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ গত ৯ জুন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর তরফে হলফনামা জমার দেওয়ার আবেদন জানান আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। মুখ্যমন্ত্রী মূলত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই হলফনামা জমা দেওয়ার আবেদন করেছিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জানান, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেয়নি হাইকোর্ট। হাইকোর্টের ওই দিনের নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী ৷

 

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version