Wednesday, July 30, 2025

কালিয়াচককাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ: কীভাবে হত্যা? দেখাল খোদ আসিফ

Date:

Share post:

কালিয়াচক একই পরিবারের চারজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ ও সিআইডি (Cid)। মঙ্গলবার, বিকালে কালিয়াচকের (Kaliachak) ১৬ মাইল এলাকার গ্রামে ওই বাড়িতে মূল অভিযুক্ত আসিফ মহম্মদকে (Asif Md) পুনর্নির্মাণের জন্য নিয়ে যান তদন্তকারীরা। ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া (Alok Rajoriya), অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার, ডিএসপি প্রশান্ত দেবনাথ, কালিয়াচক থানার আইসি মদনমোহন রায়-সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা।

মৃত চারজনের মডেল স্বরূপ চারটি পূর্ণাবয়ব পুতুল নিয়ে যাওয়া হয় গুরুটোলা গ্রামের বাড়িতে। এরপর ধৃত আসিফ মহম্মদকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। আসিফের দাদা আরিফকেও (Arif) সঙ্গে নিয়ে যায় পুলিশ।

কীভাবে বাবা-মা, নাবালিকা বোন এবং বৃদ্ধা ঠাকুমাকে ধৃত আসিফ মহম্মদ খুন করেছিল, তার আগে কীভাবে মাদকদ্রব্য তাদেরকে খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়েছিল সবটাই পুলিশ তদন্ত করে দেখে। সূত্রের খবর আসিফ নিজেই সব দেখিয়ে দেয়। মৃত জাওয়াদ আলি সহ তাঁর স্ত্রী, নাবালিকা মেয়ে এবং বৃদ্ধা মায়ের পোশাক পরানো হয় পুতুল তৈরি করা হয়। সেই পুতুলগুলিকে মডেল আকৃতির তৈরি করে করেই চলে তদন্ত।

যদিও মঙ্গলবার কালিয়াচকের চারজনকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু বিকেল গড়াতেই জেলা পুলিশ ও সিআইডি কর্তারা আচমকাই ধৃতকে নিয়েই কালিয়াচকের ১৬ মাইল এলাকায় বাড়িতে যান। এই পরিস্থিতির কথা জানতে পেরে আশেপাশের বাসিন্দারা ভিড় করেন সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় নামানো হয়  কমব্যাট ফোর্স। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই খুনের পুনর্নির্মাণের তদন্ত।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, এদিন কালিয়াচক হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। ধৃত আসিফ মহম্মদ ছাড়াও তার দাদা রাহুল শেখ ওরফে আরিফকেও নিয়ে আসা হয়েছিল। এই খুনে তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- মোবাইলের নীল আলো থেকে দূরে থাকুন, চোখ সরিয়ে রাখুন

 

 

spot_img

Related articles

মোহনবাগান সচিব, সভাপতির কাছে জোড়া অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

মঙ্গলবার মোহনবাগান(Mohunbagan) দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ছিল সাজো সাজো রব। চাঁদের হাট বসেছিল সেখানে। উপস্থিত ছিলেন রাজ্যের...

পাক হামলা নিন্দায় চুপ বিশ্ব, প্রশ্ন তুলেছিলেন অভিষেক, সুর মিলিয়ে মোদিকে বিঁধলেন রাহুল 

পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হানার পর সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দিয়ে সরব হয়েছে গোটা দেশ। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিয়ে...

কেউ অপারেশন বন্ধ করতে বলেনি: ট্রাম্পের নাম নিলেন না মোদি, প্রশ্ন তৃণমূলের

ট্রাম্পের নাম শুনলে নরেন্দ্র মোদির উচ্চতা ও বুকের ছাতি কমে যায়। সংসদে দাঁড়িয়ে এই প্রশ্ন সোমবার তুলেছিলেন তৃণমূল...

বাংলা বললেই বাংলাদেশি? বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাভাষী মানুষদের উপর যে হারে আক্রমণ, অত্যাচার ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, তা...