Sunday, November 16, 2025

এই মুহুর্তে যেটা প্রয়োজন , তা হল করোনার তৃতীয় ঢেউ আসার আগে, যতটা বেশি সম্ভব টিকাকরণের ব্যবস্থা । সেটাকে মাথায় রেখেই টিকাকরণ কর্মসূচির আয়োজন করেছে আরবানা। জুনের প্রথম সপ্তাহে প্রায় ১৩০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আরবানা র উদ্যোগে। এদের মধ্যে নব্বই শতাংশই ছিলেন আরবানার কর্মী। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে হাউসকিপিং, বাগানের মালি, প্রতিবেশী স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মী, এবং বেশ কিছু অনাথ শিশুকে এই ক্যাম্প থেকে ভ্যাকসিনের প্রথম ডোজটি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার ২২ জুন আরও বড় আকারে বিপদমুক্ত নিরাপদ কমিউনিটির লক্ষ্যে সকাল ১০ টায় ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু  হতে চলেছে আরবানায়। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স -এর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বিএনআরআই এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছে আরবানায়। এই ক্যাম্পের উদ্বোধন করবেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী । উপস্থিত থাকবেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা বিএনআরআই -এর ডিরেক্টর প্রদীপ সুরেখা, অ্যাপোলো হসপিটালের ডিরেক্টর চিকিৎসক মহেশ গোয়েঙ্কা, বিএনআরআই -এর ডিরেক্টর রাহুল টোডি এবং আরবানায় বসবাসকারী প্রথিতযশা ব্যক্তিত্বরা। থাকবেন আরবানার কমিটি মেম্বাররা এবং ইউএফএম -এর টিম মেম্বাররা।
প্রায় ৩০০০ জনকে এখান থেকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে আরবানা, এমনই জানিয়েছেন এখানকার কমিটির আধিকারিকরা। এদের মধ্যে আছেন কারখানা এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীরা এবং দিন আনা দিন খাওয়া মানুষরাও । আরবানায় সকাল ১০ টায় মঙ্গলবার শুরু হচ্ছে এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প। চিনার পার্ক অ্যাপোলো গ্রুপের অ্যাপোলো ক্লিনিক এই ভ্যাকসিনেশন দেওয়ার কাজে আরবানাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আরবানা কর্তৃপক্ষ জানিয়েছেন , দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অতিমারির আবহে তাদের প্রার্থনা, কোভিড মুক্ত পৃথিবী। যাতে তাদের ছাদের তলায় যারা আছেন, তারাও যেন নির্ভয়ে বিপদমুক্ত দিন কাটাতে পারেন। তাদের স্পষ্ট কথা, কোভিডের বিরুদ্ধে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে লড়তে হবে এবং তবেই এই ভাইরাসকে আমরা জয় করতে পারবো। তাই আমাদের চতুর্দিকের প্রত্যেককে সুস্থ রাখার লক্ষ্যেই আরবানার এই মহতী উদ্যোগ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version