Monday, May 5, 2025

বঙ্গভঙ্গ: জন বার্লা-সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় FIR করলো “বাংলা পক্ষ”

Date:

বাঙালির স্বার্থে, বাংলার স্বার্থে “বাংলা পক্ষ” (Bangla Pokho)! “জয় বাংলা” স্লোগান-ই এই অরাজনৈতিক সংগঠন ও তার সদস্যদের মূলমন্ত্র। বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সর্বদা লড়াইয়ে আছে। গোর্খাল্যান্ড চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ শিলিগুড়ি, কলকাতায় ঐতিহাসিক মিছিল করেছিল। এবং সারা রাজ্য জুড়ে আন্দোলন করেছিল৷

বাংলা পক্ষের বক্তব্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার বাঙালি-সহ ভূমিপুত্ররা বিভাজনকারী বিজেপিকে চূড়ান্ত ভাবে পরাস্ত করেছে। হারার পর থেকেই বাঙালির বিরুদ্ধে প্রতিশোধ নিতে তৎপর বিজেপি। বিজেপি মানেই বাংলা ও বাঙালির শত্রু। চাকরি-বাজার-পুঁজিতে বাঙালির অধিকারের ইস্যুকে চাপা দিয়ে বাঙালির সর্বনাশ করতে উদ্যত বিজেপি। তাই বাংলাকে আবারও টুকরো টুকরো করতে চায় হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালির শত্রু বিজেপি। তারা বাংলায় আগুন জ্বালাতে চায়।

এরই মাঝে ফের একবার “বঙ্গভঙ্গ” উস্কে দিতে চাইছে বিজেপির একটি অংশ। বিজেপি সাংসদ (BJP MP) জন বার্লা (John Barla) পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছেন। সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তুলেছেন। বাংলা ও বাঙালির বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত বিজেপি। তারই প্রতিবাদে লড়াইয়ে আছে বাংলা পক্ষ। বাংলা পক্ষর উত্তর দিনাজপুর জেলা সংগঠনের পক্ষ থেকে শুভঙ্কর ঘোষের নেতৃত্বে আজ, বুধবার রায়গঞ্জ থানায় জন বার্লা ও সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হল। বাংলা ভাগের ষড়যন্ত্র করা ও বাংলায় আগুন জ্বালানোর চেষ্টার অভিযোগে ওনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক বাংলার প্রশাসন, বাংলা পক্ষ এই দাবি তুলেছে।

বাংলা পক্ষের পক্ষ থেকে কৌশিক মাইতি জানান, “বিজেপি মানেই বাংলা ও বাঙালির শত্রু৷ ভোটে হেরে বাঙালির ক্ষতি করতে উদ্যত তারা। আবারও বাংলাকে ভেঙে টুকরো টুকরো করতে চায়। বাংলা পক্ষ লড়াইয়ে আছে। বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। হিন্দি সাম্রাজ্যবাদীদের পরাস্ত করতে, বাংলা ভাগ রুখতে বাংলা পক্ষর নেতৃত্বে হাজার হাজার বাঙালি আবারও রক্ত দিতে প্রস্তুত।”

আরও পড়ুন- ‘অরবিন্দ-কৈলাস কোথায়?’‌, ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি নেতাদেরই কটাক্ষ তথাগতর

 

Related articles

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...
Exit mobile version