Monday, May 5, 2025

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয় বলে ছটা ছয়। এখনও পর্যন্ত আইপিএলে যে কাজ কেউ করতে পারেননি, রবিবাসরীয় ম্যাচে সেটাই করে দেখালেন রিয়ান পরাগ(Riyan Parag)। রাজস্থান রয়্যালস(RR) ম্যাচ জিততে না পারলেও সকলের মন জিতে নিলেন রিয়ান। তাঁকে নিয়েই এখন ক্রিকেট মহলে চর্চা।

নাইট রাইডার্সের(kkr) ২০৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রিয়ান পরাগ। একের পর এক উইকেট হারালেও, রিয়ান পরাগের(Riyan Parag) ব্যাটে ছিল একের পর এক বড় শটের ঝলক। ৪৫ বলে ৯৫ রানের ইনিংস খেলে থামতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর ইনিংসটা বোধহয় আইপিএলের ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থেকে যাবে।

রাজস্থানের ব্যাটিয়ের সময় ১৩ তম ওভারেই শুরু রিয়ান পরাগের রানের ঝড়। প্রথম বলে হেটমায়ার রান নিয়ে স্ট্রাইক দেন রিয়ান পরাগকে। মোঈন আলিকে পরপর চার বলে চারটে ওভার বাউন্ডারি হাঁকান তিনি। পরের বল ওয়াইড। শেষ বলে ফের ছক্কা হাঁকান রিয়ান পরাগ। এরপরের ওভার করতে আসেন বরুণ চক্রবর্তী। সেখানেও স্ট্রাইক রিয়ান পরাগকে দেন হেটমায়ার। দ্বিতীয় বলেই রিভার্স সুইপে ফের ছয়। আইপিএলের মঞ্চে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন রিয়ান পরাগ।

মাতর ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া। কিন্তু আইপিএলের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে তখন পরপর ছয় বলে ছটা ছক্কার রেকর্ড করে ফেলেছেন অসমের এই ক্রিকেটারটি।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version