Monday, May 5, 2025

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

Date:

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের খবর, সেখানে সম্প্রতি ঘটে যাওয়া হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন।

এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের তরফেও প্রস্তুতি তুঙ্গে। ধুলিয়ানে কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী সোজা সুতির ছাবঘাটি ময়দানে পৌঁছে একটি প্রশাসনিক জনসভায় অংশ নেবেন। সেখানে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে উপহার তুলে দেওয়া, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

তৃণমূল সূত্রে খবর, সভাস্থলে প্রায় ২০ হাজার মানুষের জমায়েত হতে পারে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা জুড়ে ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং তোরণ দিয়ে সাজানো হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, ‘‘যদিও প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর সফরের বিস্তারিত এখনও আমাদের জানানো হয়নি, তবু নেত্রী হিসেবে তাঁকে অভ্যর্থনা জানাতে দলীয় উদ্যোগে কোনও খামতি রাখা হবে না।’’

রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘‘জেলায় যারা অশান্তি ছড়িয়েছে, সেই মৌলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই নেত্রী আসছেন।’’

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, মুখ্যমন্ত্রী জেলার ২৬টি ব্লক এবং ৮টি পুরসভার উন্নয়নের বার্তা নিয়েই আসছেন। এই সভায় অংশ নিতে সাংগঠনিক জেলার অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক সুতিতে যাবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন – পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version