Thursday, August 21, 2025

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। কিন্তু তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছে রিষড়ার (Rishra) বাড়িতে। ইতিমধ্যে রাজস্থানে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার এক পাক রেঞ্জার (Pak ranger)। এই গ্রেফতারিতে পূর্ণমের মুক্তি সুবিধাজনক হবে বলে মনে করছেন স্ত্রী রজনী। যদিও এর মধ্যে রাজনৈতিক চক দেখছে বিরোধীরা।

পহেলগাম জঙ্গি হামলাকে (Pahalgam attack) ধর্মীয় তাস হিসাবে ব্যবহার করে বিহার নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা চালিয়েছিল বিজেপি। হামলার বারো দিন পরেও ভারতের পক্ষে কোনও সদর্থক পদক্ষেপ না থাকায় বিজেপির চাল কার্যত মাঠে মারা গিয়েছে। তারই মধ্যে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো পাকিস্তানের হাতে বন্দি হয়েছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। বারবার পাকিস্তানের সঙ্গে বৈঠক করেও তাকে ছাড়িয়ে আনতে পারেনি নরেন্দ্র মোদি সরকার। এরপরেও সেনাবাহিনীর উপরই ভরসা করা ছাড়া আর কোন উপায় নেই পরিবারের কাছে।

পুর্ণম কুমারের অন্তঃসত্তার স্ত্রী রজনী স্বামীকে ফিরিয়ে আনার জেদ নিয়ে ফিরোজপুর সীমান্তে গিয়েছিলেন। কথা হয়েছে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও। তারা এখনও শুধু ধৈর্য্য ধরার বাণীই দিয়েছেন রজনীকে। তবে এবার এক পাক রেঞ্জারের (Pak ranger) ভুলে নিজের স্বামীকে ফিরে পাওয়ার ক্ষেত্রে আসার আলো দেখছেন তিনি। জানাচ্ছেন, তিনি আশাবাদী তার স্বামী ফিরবেন। পাক রেঞ্জারের বন্দী হওয়ার ঘটনায় সেই আশার আলো আরও উজ্জ্বল হয়েছে।

যদিও রাজনীতিকদের দাবি পূর্ণম কুমারের মুক্তিকে ফের একবার নির্বাচনে কাজে লাগাতে পারে বিজেপি। শেষ পর্যন্ত বিহার নির্বাচনের (Bihar assembly election) আগে পূর্ণমকে ফিরিয়ে কৃতিত্ব জাহির করে ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা হতে পারে, এমনটাও দাবি করছেন রাজনীতিকরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version