ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। দিল্লি থেকে তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার AI139 বোয়িং ৭৮৭ বিমানটি যখন জর্ডনের আকাশসীমায় ছিল, ঠিক তখনই বেন গুরিয়ন বিমানবন্দরে মিসাইল হামলার খবর আসে। সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিমানের গতিপথ পরিবর্তন করে সেটিকে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
ঘটনার জেরে রবিবার তেল আভিভ থেকে দিল্লিগামী উড়ান বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তেল আভিভগামী সমস্ত বিমান পরিষেবা স্থগিত রাখা হবে। তবে বিমান সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সূত্রের খবর, হাউথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, গাজায় ইজরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদেই এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, মিসাইলটি টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় আছড়ে পড়ে এবং এই হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তীব্র নিরাপত্তা উদ্বেগের কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৩ সালে হামাসের হামলার পর গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েল। সেই যুদ্ধের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা বলে অনুমান বিশেষজ্ঞদের।
আরও পড়ুন – অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের
_
_
_
_
_
_
_
_
_