Friday, November 7, 2025

রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে হস্তক্ষেপ করছেন, লোকসভার স্পিকারকে নালিশ বিধানসভার স্পিকারের

Date:

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের আবহে এবার নতুন মাত্রা যোগ হল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (governor jagdeep dhankar) বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (om birla) নালিশ করলেন রাজ্য বিধানসভার স্পিকার (speaker of west bengal) বিমান বন্দ্যোপাধ্যায় (biman banerjee)। সর্বভারতীয় স্পিকারদের সম্মেলনে রাজ্যপাল ধনকড়ের নানা ‘এক্তিয়ার বহির্ভূত’ কাজকর্মের নমুনা পেশ করে বিধানসভার অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ তোলেন বিমানবাবু। একইসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে বিল রাখার অভিযোগও তুলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকারের কাছে সরাসরি নালিশ জানিয়ে তিনি বলেছেন, কোনও বিধানসভায় স্পিকারের কাজে হস্তক্ষেপের অধিকার নেই রাজ্যপালের।

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিধানসভার প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিল আটকে রাখছেন।‌ কোনও বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠালেও সেই বিলে সই না করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন রাজ্যপাল। ফলে বকেয়া বিলের পাহাড় জমছে বিধানসভায়। স্পিকারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, সংবিধান অনুসারে বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের এক্তিয়ার নেই, এখানে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।

এর পাশাপাশি স্পিকারদের সম্মেলনে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে রাজ্যের ৮ জন বিধায়ক মারা গিয়েছিলেন। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ২ প্রার্থী ও জয়ী ২ বিধায়ক করোনায় মারা গিয়েছেন। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কম দফায় ভোট করানোর জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। বিমান স্পষ্টভাবেই বলেন, রাজ্যে ৮ দফায় নির্বাচন করানোর জন্যই এত মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version