Wednesday, August 27, 2025

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দু’ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা পাড়ি দিচ্ছে কানাডা

Date:

দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর বাতাসে মিশবে শিউলি ফুলের গন্ধ। রাস্তার ধারে দেখা যাবে কাশফুল। দেখা যাবে শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। আর তারপরই “বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন।” এ এক অন্য অনুভূতি।

তবে গত বছরও করোনা পরিস্থিতির মধ্যে কম জাঁকজমকভাবে হয়েছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এ বছর দ্বিতীয় ঘেউ আছড়ে পড়েছে দেশে। বিশেষজ্ঞদের মতে আর ৩ থেকে ৪ মাসের মধ্যেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। তাই মনে করা হচ্ছে এবছরও নমঃ নমঃ করে সারা হবে দুর্গাপুজো। ইতিমধ্যে এ রাজ্য থেকে বিদেশে পাড়ি দেওয়া শুরু করেছে দুর্গাপ্রতিমা। দু’ফুট উচ্চতা ও দু’ফুট চওড়ার একচালার ডাকের সাজের দুর্গাপ্রতিমাটি পাড়ি দিচ্ছে কানাডাতে।

আরও পড়ুন-ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

নদিয়ার শান্তিপুরে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে কানাডা। শান্তিপুর সাহাপাড়া স্ট্রিটের শুভজিৎ দে নামে বছর ২৮ এর এক শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে কানাডায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া এক প্রবাসী বাঙ্গালির অর্ডার পেয়ে মাত্র কুড়ি দিনের পরিশ্রম শেষে ইপক্সি কম্পাউন্ড অর্থাৎ একপ্রকার ফাইবার দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন শুভজিৎ। দু’ফুট উচ্চতা ও দু ফুট চওড়ার এক চালার ডাকের সাজের দুর্গা প্রতিমাটি বাক্সবন্দি হয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে কানাডায় পৌঁছবে। শুভজিৎ দে পেশায় আঁকার শিক্ষক। তিনি প্রথাগতভাবে মৃৎ শিল্পের কাজ না শিখেও তাঁর শৈল্পিক কাজের নমুনা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে কানাডার প্রবাসী এক গৃহবধূ অর্ডার দেন।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version