Monday, November 3, 2025

বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত: ফেসবুক পোস্টে নদিয়ার রাজধানী নবদ্বীপ, মুখ্যমন্ত্রী জগন্নাথ!

Date:

বঙ্গভঙ্গের দাবি চরম জায়গায় পৌঁছে গেল। নদিয়াকে (Nadia) পৃথক রাজ্য করার দাবি তুলে পোস্ট করা হয়েছে ফেসবুকে (Facebook)। ‘বাংলায় গেরুয়া ঝড়’ নামে এক একটি পেজের ওয়ালে এই পোস্ট করে দাবি করা হয়েছে, নদিয়ার রাজধানী হবে নবদ্বীপ (Nabadwip) আর মুখ্যমন্ত্রী হবেন রানাঘাটের বিজেপি (Bjp) সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। আগেই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে আলাদা করার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদরা। সেই তালিকায় যুক্ত হয়েছে এবার নদিয়ার নাম।

নদিয়াকে পৃথক রাজ্য করার দাবি যে পেজের পোস্টে করা হয়েছে, সেই ‘বাংলায় গেরুয়া ঝড়’ নামে পেজের প্রোফাইল পিকচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ছবি। কভার ফোটোতে বিজেপির প্রতীক, বিজেপি সমর্থকদের ছবি। এই পেজ থেকেই মঙ্গলবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ছবি দিয়ে পৃথক নদিয়া রাজ্যের দাবি তোলা হয়। যদিও বিজেপি সাংসদ এই পোস্টের সত্যতা তো স্বীকার করেনইনি উল্টে দায় চাপিয়েছেন তৃণমূলের ঘাড়ে। ফেসবুক লাইভ করেও এই অভিযোগ করেন তিনি। বললেন, এটি তৃণমূলের (Tmc) চক্রান্ত।

এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি দীপক বসু Dipak Basu)। তিনি বলেন এ ধরনের ঘৃণ্য রাজনীতি করার কোনো প্রয়োজন নেই তৃণমূলের। বিজেপিই বাংলা ভাগের চক্রান্ত করছে এবং কর্মী-সমর্থকদের উস্কানিতেই ধরনের হাওয়া তুলছে।

বিজেপি সাংসদরা বঙ্গভঙ্গের ধুঁয়ো তোলায় অস্বস্তিতে গেরুয়া শিবিরের একাংশ। সূত্রের খবর, বিজেপি মিডিয়া সেলের বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে সদস্যদের একাংশ অভিযোগ করেন। বলেন, জন বার্লা ও সৌমিত্র খাঁ যেভাবে আলাদা রাজ্যের দাবি তুলছেন, তাতে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। দিলীপ ঘোষও অত্যন্ত কড়াভাবে এই ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করে দেন। বলেন, আলাদা রাজ্যের মত একান্ত ব্যক্তিগত। বিজেপি পশ্চিমবঙ্গ ভাগ চায় না।

কিন্তু মুখে যাই বলুন, প্রকাশ্যে বিজেপি শীর্ষ নেতৃত্ব বাংলা ভাগ করতে চাওয়া নেতাদের কোনরকম বার্তা দিচ্ছেন না। এমনকী, দিলীপের সব মন্তব্যের পরেও জন বার্লা নিজের দাবিতে অনড় রয়েছেন। এই পরিস্থিতিতে জগন্নাথ সরকারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বিজেপি সাংসদ লাইভে জানিয়েছেন, ফেসবুক পোস্ট নিয়ে পুলিশে অভিযোগ জানানোর কথা ভাবছেন তিনি।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version