Sunday, November 9, 2025

জম্মু-কাশ্মীর : উপত্যকার নেতাদের সঙ্গে মোদির বৈঠক, নির্বাচনে রাজি সকলেই 

Date:

রাজধানীতে (New Delhi) সাড়ে ৩ ঘণ্টার হাইভোল্টেজ মিটিং (High voltage making)। গত কয়েকদিন ধরে এই বৈঠক নিয়ে রাজধানীর রাজনীতি ছিল উত্তপ্ত। কারণ, ২০১৯-এর সেই ঐতিহাসিক সিদ্ধান্তের পর এই প্রথমবার উপত্যকার নেতা ফারুক আব্দুল্লা (ex Chief minister 0mar Abdullah), মেহবুবা মুফতিদের (Mehbooba Mufti) মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (home minister Amit Shah)। শুধু দেশের রাজধানী ই নয়, গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরের ভাগ্যে কি করতে ঘটতে চলেছে তা নিয়ে গোটা উপত্যকা ছিল উদ্বিগ্ন । কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর যে সব নেতাদের দীর্ঘ দিন গৃহবন্দি করে রাখা হয়েছিল, তাঁরাও এ দিন সব সমস্যার কথা খুলে বলেছেন প্রধানমন্ত্রীকে। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কাশ্মীরের নেতারা। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কাশ্মীরের আট রাজনৈতিক দলের ১৪ জন নেতা-নেত্রী। তাঁদের মধ্যে ছিলেন কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এ দিনের বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কাশ্মীরের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক আদতে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাশ্মীরের নেতাদের তিনি বলেছেন, ‘কাশ্মীরের মানুষ, বিশেষত যুব সমাজের আশা পূরণ করা হবে।’

অন্য দিকে, বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে সুপরিকল্পিত আলোচনা হয়েছে । তিনি টুইটে লিখেছেন, ‘কাশ্মীরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই আমরা। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে কাশ্মীরে।’ রাজ্যের স্বীকৃতি ফেরানোর ক্ষেত্রেও প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন তিনি।

শুধু প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রীই নন, এদিন বৈঠক শেষের পর বাইরে এসে কাশ্মীরের সব নেতা-নেত্রীরা সদর্থক বার্তা দিয়েছেন। এদিন আপনি পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ আলতাফ বুখারি জানিয়েছেন, “কাশ্মীরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে বুখার বলেন, ‘ভাল পরিবেশে আজ সদর্থক কথাবার্তা হয়েছে।’

একই কথা বলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Jammu and Kashmir National conference leader) ওমর আব্দুল্লা। তিনি বলেন, ” প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দু’জনেই আশ্বাস দিয়েছেন যত শীঘ্র সম্ভব রাজ্যের তকমা ফেরানো হবে ও নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।’ ‘দিল কি দূরি’ ও ‘দিল্লি কি দূরি’ মেটানোর পথে যে কেন্দ্র এগোচ্ছে সে কথাও জানিয়েছেন ওমর আব্দুল্লা।

বৈঠকে শেষে মেহবুবা মুফতি জানান, তিনি বৈঠকে ৩৭০ ধারা বা স্পেশাল স্টেটাস ফেরানোর পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন, ‘এটা কাশ্মীরের আত্মপরিচয়ের প্রশ্ন। আমরা এই স্টেটাস পাকিস্তান থেকে পাইনি, ভারত সরকার আমাদের দিয়েছে। নেহরু আমাদের দিয়েছেন। তাই আমরা চাই কয়েক মাস লাগুক বা বছর, ৩৭০ ধারা ফেরাতেই হবে।’

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version