Saturday, August 23, 2025

ট্রফি অধরা বিরাট কোহলির, বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড

Date:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন ( world test championship champion )হল নিউজিল্যান্ড( new Zealand )। ভারতের ( india) বিরুদ্ধে ৮ উইকেটে জয় কেন উইলিয়ামসনদের (Kane Williamson)। ২৩ বছর পর আইসিসি( icc) ট্রফি জিতল নিউজিল্যান্ড।

হল না। ইতিহাস অধরা রইল ভারত অধিনায়ক বিরাট কোহলির( virat kohli)। গত দুবছর ধরে বিশ্বের তাবড় তাবড় দেশের বিরুদ্ধে জিতে যে লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া, তা আর স্পর্শ করা হল না বিরাট বাহিনীর। টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপের পর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপও হাতছাড়া রইল বিরাটের। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাসের পাতায়  নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেলল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে আপামর ভারতবাসী ভেবেছিল  ২০১৯ এ ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালের বদলার ম‍্যাচ। কিন্তু কোথায় কী। ভারতের ব‍্যাটি থেকে বোলিং সব কিছুই যেন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের থেকে অনেক বেশি নড়বড়ে । ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কেন উইলিয়ামসন, রস ট্রেলাররা যেটা করলেন, সেটা করে দেখাতে পারলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহরা। যার ফলে টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হল কিউয়িরা।

টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন ম‍্যাচে ভারতীয় ব‍্যাটসম‍্যানদের দাড়াতেই দেয়নি টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা। ভারতীয় ব্যাটসম্যানদের সুইংয়ের বিরুদ্ধে দুর্বলতাকে কাজে লাগালেন বোল্ট-সাউদিরা। দুই ইনিংসেই ভারতকে অল্প রানে বেঁধে ফেললেন তারা। ম্যাচের ষষ্ঠদিন অর্থাৎ রিজার্ভ ডে’তে আগের দিনের স্কোর ছিল ২ উইকেটে ৬৪ রান। এই রান নিয়ে খেলতে নামে ভারত। কিন্তু খেলতে নেমেই শুরুতেই  ধাক্কা খায় টিম ইন্ডিয়া। পরপর আউট হন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা। ১৩ রান করেন কোহলি। ১৫ রান করেন পুজারা। এরপর অজিঙ্কে রাহানে এবং ঋষভ পন্থকে নিয়ে স্বপ্ন দেখে ভারতবাসী।  কিন্তু কোথায় কি। মাত্র ১৫ রানে আউট হন রাহানে। পন্থ আউট হন ৪১ রানে। এরপর আর দাঁড়াতেই পারল না ভারতের ব‍্যাটিং লাইনআপ । ফলস্বরূপ ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৭০ রানে। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন সাউদি। তিন উইকেট নেন বোল্ট। ২ উইকেট নেন জেমিসন এবং একটি উইকেট নেন ওয়াগনার। ভারতের লিড ছিল মাত্র ১৩৮ রানের। যে লক্ষ্যমাত্রাই পৌছাতে একেবারেই বেগ পেতে হয়নি কিউয়িদের। সৌজন্যে অধিনায়ক উইলিয়ামসনের অপরাজিত ৫২ এবং অভিজ্ঞ টেলরের অপরাজিত ৪৭ রান। ভারতের রান তারা করতে নেমে শুরুতেই  দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। লাথাম করেন মাত্র ৯ রান।  কিন্তু এরপরই নিউজিল্যান্ডের হয়ে ব‍্যাটেল ধরেন অধিনায়ক  উইলিয়ামসন এবং রস ট্রেলর। যার ফলে ৮ উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয় কিউয়িরা।

আরও পড়ুন:আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এ অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে জাদেজা

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version