Sunday, November 9, 2025

করোনাকালে প্রয়োজনের তুলনায় চারগুণ বেশি অক্সিজেন চায় দিল্লি, বলছে রিপোর্ট

Date:

ভয়াবহ করোনা পরিস্থিতিতে(covid situation) রাজধানী দিল্লিতে অক্সিজেনের সংকট চরম আকার ধারণ করে। একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর মতো ঘটনাও ঘটে। অক্সিজেনের দাবিতে কেন্দ্রের(Central) সঙ্গে দিল্লির(Delhi) সংঘাত গড়ায় আদালত পর্যন্ত। সেই ঘটনার মাঝেই এবার সাম্প্রতিক এক রিপোর্ট দাবি করছে প্রয়োজনের তুলনায় কেন্দ্রের কাছে চারগুণ বেশি অক্সিজেন দাবি করেছিল দিল্লি সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টের গঠন করা অক্সিজেন অডিট কমিটির রিপোর্ট এমনটাই দাবি করছে।

এপ্রিল-মে মাসে নাগাদ দিল্লি সরকার ও কেন্দ্রের সংঘাত যখন চরম আকার ধারণ করে এই সময় দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে অক্সিজেনের বরাদ্দ বাড়াতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। যার জন্য অন্যান্য রাজ্যগুলির বরাদ্দ কমাতে হয়েছিল। এই পরিস্থিতিতে অডিট কমিটির রিপোর্ট দাবি করেছে, সেই সময় দিল্লিতে দৈনিক প্রায় ৩০০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন ছিল, তবে দিল্লি সরকার চাহিদা বাড়িয়ে ১২০০ মেট্রিক টন করেছিল। রিপোর্টে আরও বলা হয়েছে, দিল্লির অতিরিক্ত চাহিদার কারণে অন্য ১২টি রাজ্যে অক্সিজেনের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছিল। রিপোর্টে এ কথা বলা হলেও সে সময় দিল্লি সরকার অবশ্য বলেছিল, স্বাভাবিক অবস্থায় দিল্লিতে দৈনিক প্রায় ৩০০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন হয়। দ্বিতীয় ঢেউয়ে তা বাড়তে বাড়তে ৭০০ মেট্রিক টন ছাড়ায়। তারা এ নিয়ে শীর্ষ আদালতে আবেদন করে। শীর্ষ আদালত ওই পরিমান অক্সিজেন দিতে নির্দেশও দেয়। শুধু তাই নয় এরপর দৈনিক প্রায় ১২০০ মেট্রিক টন অক্সিজেন দাবি করে দিল্লি সরকার।

উল্লেখ্য, ভারতে মেডিকেল অক্সিজেনের যোগান ও বিতরণের বিষয়টি খতিয়ে দেখতে ১২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছিল দেশের শীর্ষ আদালত। এই টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস। সম্প্রতি এই কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ১৩ মে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন পরিবহনকারী ট্যাঙ্কার খালি করা যায়নি কারণ, হাসপাতালগুলোর অক্সিজেন ট্যাঙ্ক ৭৫ শতাংশের বেশি ভর্তি ছিল। এছা়ড়াও, এলএনজেপি হাসপাতাল এবং এমস-এর মতো সরকারি হাসপাতালেও ট্যাঙ্ক ভর্তি ছিল। বেশ কয়েকটি হাসপাতাল ভুল তথ্য দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয় বলেও জানিয়েছে ওই টাস্কফোর্স।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version