Monday, May 5, 2025

রবি ফাউলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনল ইস্টবেঙ্গল ক্লাব

Date:

কোনওরকম রাখঢাক না করে রবি ফাউলারের( rabi fowler) বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনল ইস্টবেঙ্গল ক্লাব( east bengal club)। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের নাম না করে ট্যুইটারে ক্ষোভ উগরে দেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তাঁর প্রশ্ন, মূল চুক্তিপত্রে সই করতে কেন ৮ মাস সময় লাগল? আগামী মরশুমের ব‍্যর্থতায় দায় কে নেবে? তার কয়েক ঘন্টা যেতে  না যেতেই পাল্টা দিলেন ক্লাবের এক শীর্ষ কর্তা।

এদিন এখন বিশ্ব বাংলা সংবাদকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা বলেন,” কে এই রবি ফাউলার। যে ভারতীয় ফুটবলারদের অসম্মান করে। যার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ, যে ভারতীয় ফুটবলাদের মধ্যে বিভাজন করছে। এরকম কোচের আসার দরকার কী ভারতে? তিনি এক্তিয়ারের বাইরে কাজ করছেন। নিম্নমানের বিদেশি ফুটবলার এনেছেন। তার থেকে কোন জ্ঞান শুনবে না ক্লাব। রবি ফাউলার মতন ফুটবলার আসুক, কিন্তু কোচের দরকার নেই।

লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্রে এখনও সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার একটি ফ‍্যান ফোরাম সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ করে যে, ক্লাবকর্তারা শ্রী সিমেন্টের দেওয়া ফাইনাল চুক্তিপত্রে সই করবে। আর এর জন‍্য যাবতীয় আইনি কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এই খবরের পরেই ট্যুইট করেন ফাউলার। টুইটারে তিনি লেখেন,”সত্যি বলতে গেলে আমি অবাকই হব, ওদের কাছে আট মাসের বেশি সময় ছিল সই করার জন্য। আর আমি অবাক হব না যদি ওদের মনে অন্য কিছু চলে। ওরা জানে যে অপেক্ষা করে থাকলে পরের বছর গতবারের থেকেও কঠিন হবে।”

এই ট্যুইটে স্পষ্ট,  নাম না করে যে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদেরই দুষেছেন। পাশাপাশি ফাউলারের ট্যুইটে পরিষ্কার, পরের মুরশুমে ক্লাব ফের ব‍্যর্থতার সম্মুখীন হলে তার দায় নিতে হবে ক্লাব কর্তাদেরই।

যদিও চুক্তিপত্রে কবে সই হবে তা নিয়ে এখনও কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন:লালরামচুল্লোভাকে সই করাল সাদা-কালো ব্রিগেড

 

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version