Friday, August 22, 2025

ভুয়ো ভ্যাক্সিনেশন শিবির কাণ্ডের তদন্তে নেমে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। তদন্ত যত এগোচ্ছে, বেরিয়ে আসছে ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার দেবাঞ্জনের ঘনিষ্ঠ বন্ধু শান্তনু মান্নাকেও গ্রেফতার করল পুলিশ। দেবাঞ্জনের সঙ্গেই শান্তনুও কসবার ওই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

কসবায় ভুয়ো টিকা শিবিরের তদন্তে ধৃত দেবাঞ্জন দেবকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে প্রায় ২৫ লক্ষ টাকা নিজের পকেট থেকেই খরচ করে ১ বছর ধরে প্রতারণার জাল ছড়িয়েছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব। করোনার সংক্রমণ শুরু হওয়ার শুরুতেই পিপিই, মাস্কের ব্যবসা করবে বলে ঠিক করলেও ধীরে ধীরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে একের পর এক ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করতে থাকে।  অভিযোগ, পুর অফিসার পরিচয়েই মেহতা বিল্ডিং থেকে ইঞ্জেকশন কেনে অভিযুক্ত।  স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণা করা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে তৈরি করে জাল লেবেল।

এছাড়াও জানা গিয়েছে নীল বাতি লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন দেবাঞ্জন। সেই গাড়িটি ছিল ভাড়ায় নেওয়া। মাস গেলে গুনতে হত মোটা টাকার গাড়িভাড়া। সেটাও দেবাঞ্জন দিতেন। সবসময় থাকত নিরাপত্তারক্ষী। তাদের মাইনেও দিতেন প্রচুর টাকা। মানুষের সঙ্গে মেলামেশা তৈরি করতে নিজে থেকেই উদ্যোগ নিতেন দেবাঞ্জন। নিজেকে পরিচয় দিতেন আইএএস অফিসার বলে আবার কখনও নিজেকে দাবি করতেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসাবে। বিলাসবহুল জীবনযাপন কাটাতেন দেবাঞ্জন।

আরও পড়ুন- কঠিন পরিস্থিতিতে উত্তরাধিকার নির্বাচন গুরুত্বপূর্ণ, সিআইআই-আইডব্লিউএন-র অনুষ্ঠানে মিলল পরামর্শ

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version