Thursday, August 21, 2025

ফাইজার, মডার্নার টিকায় হৃৎপিন্ডের আকার বড় হতে পারে, সতর্ক করল ডিজিজ কন্ট্রোল

Date:

ফাইজার ও মর্ডানার (Pfizer and Moderna) করোনা টিকা (covid vaccine) নিয়ে নতুন তথ্য সামনে এল। তার পরিপ্রেক্ষিতে এই দুই ভ্যাকসিনের ব্যবহার সম্পর্কে সতর্ক করল মার্কিন (US) প্রশাসন। গবেষণালব্ধ সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, এই ভ্যাকসিন নিলে কিছু ক্ষেত্রে বড় হয়ে যাচ্ছে হৃদপিন্ডের আকার। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর নতুন উপসর্গ প্রকাশ্যে আনল মার্কিন প্রশাসন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন যাঁরা নিচ্ছেন, তাঁদের মধ্যে মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিসের উপসর্গ দেখা দিতে পারে। এই উপসর্গ দেখা গেলে বড় হয়ে যেতে পারে হৃদপিণ্ডের আকার (enlargement of heart)। তাই এই ভ্যাকসিন নিলে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। প্রসঙ্গত, আমেরিকায় ফাইজার আর মডার্নার করোনা টিকাই ব্যবহৃত হচ্ছে। দুটি টিকাই করোনাভাইরাস রুখতে যথেষ্ট কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে এই দুই প্রস্তুতকারক সংস্থার ভ্যাকসিন নিয়ে নতুন তথ্য সামনে আসার পর বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভ্যাকসিন নিয়ে বুকে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া বা হার্টবিট বেড়ে যাওয়ার মত উপসর্গ দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি এই উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ফাইজার ও মর্ডানা দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই একই সমস্যা দেখা দিতে পারে।

ফাইজার ও মডার্নার টিকাপ্রাপকদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই উপসর্গের কথা জানতে পারা গিয়েছে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে এই সমীক্ষা করা হয়। অনেকের শরীরে মায়োকার্ডাইটিসের লক্ষণ দেখা দিচ্ছে বলে খবর। ইজরায়েলে ইতিমধ্যেই এই উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক। তাই ফাইজার ও মর্ডানা ভ্যাকসিন নিয়ে এবার অতিরিক্ত সতর্কতা নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version