Monday, November 10, 2025

করোনার পার্শ্ব প্রতিক্রিয়া, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন সঙ্গীতশিল্পী পরমা !

Date:

করোনার পার্শ্ব প্রতিক্রিয়া কী মারাত্মক হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সঙ্গীতশিল্পী, অ্যাঙ্কার পরমা বন্দ্যোপাধ্যায়।করোনার কবলে পড়ে হারাতে বসেছেন দৃষ্টিশক্তি!

বৃহস্পতিবার রাতে পরমা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে একটি পোস্ট করেছেন । ছবিতে দেখা যায়, তাঁর এক চোখে বিশাল বড় করে বাঁধা ব্যান্ডেজ, মুখে মাস্ক।

কী লিখেছেন পরমা?
লিখছেন, সামান্য জ্বর ও সর্দিকাশিতে ভুগছিলাম। চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় সমস্ত টেস্টও করাই। কিন্তু তাতে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। নিয়মমতো চিকিৎসক মণীষ গঙ্গোপাধ্যায়ের পরামর্শে  ওষুধের কোর্সও শেষ করি। কিন্তু কিছুদিন পর থেকেই হঠাৎ আমার বাঁ দিকের চোখ ঝাপসা হয়ে যেতে থাকে। এরপর ৮০ শতাংশ দৃষ্টিই চলে যায়।

পরমা জানিয়েছেন, চোখে কোনও ব্যথা নেই। চোখ থেকে জলও পড়ছে না। বাড়তি কোনও কষ্টও নেই। শুধুমাত্র চোখটা যেন ভারী হয়ে আছে। সেই সঙ্গে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টিশক্তি।

এরপর দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন পরমা। কলকাতার অন্যতম রেটিনা সার্জেন চিকিৎসক অভিজিৎ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে সমস্ত পরীক্ষা করান তিনি। রিপোর্ট দেখে কপালে ভাঁজ চিকিৎসকের । পরমাকে চিকিৎসক এর কারণ জানতে চান।পরে রেটিনা বিশেষজ্ঞ জানান, VKH Syndrome নামের এক অসুখে ভুগছেন তিনি।
পরমা আরও লিখেছেন, আমি এখনও জানি না আমার স্বাস্থ্যের কী অবস্থা। জানি না আদৌ সেরে উঠব কিনা। সেইসঙ্গে পরমা সবাইকে সাবধান থাকতে বলেছেন। অনুরাগীদের সাবধানেও থাকতে বলেছেন তিনি।

করোনা যে অঙ্গহানির কারণ হতে পারে সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি। পরমা বার্তা দিয়েছেন সমস্ত অনুরাগীদের পাশে থাকার। সোশ্যাল মিডিয়া তার অনুরাগীরা এই পরিস্থিতি জানার পর রীতিমতো উদ্বিগ্ন । প্রত্যেক সঙ্গীতশিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেছেন ।

Related articles

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...
Exit mobile version