Thursday, August 21, 2025

বঙ্গভঙ্গের চক্রান্তে জড়িত বিচ্ছিন্নতাবাদীরাও: অভিযোগ করতেই হুমকি-চিঠি ২ তৃণমূল নেতাকে

Date:

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিয়ে রাজ্য ভাগের চক্রান্ত হচ্ছে- এই অভিযোগ তোলার পরেই কেএলও-র কাছ থেকে হুমকি চিঠি পেলেন উত্তরবঙ্গের দুই তৃণমূল নেতা। কেএলও-র (Kamtapur Liberation Organisation) পাঠানো এই চিঠিতে রাজ্যের এক প্রাক্তন সাংসদ ও এক প্রাক্তন মন্ত্রীকে চরম শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ৬ পাতার এই চিঠিতে কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় (Parthapratim Ray) ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণকে (Binaykrisna Barman) উল্লেখ করে লেখা হয়েছে, “তুমি আর বিনয়কৃষ্ণ বর্মণ কলকাতায় (Kolkata) গিয়ে যা করছ তা ভাল হচ্ছে না”।

১৮ জুন কলকাতায় এসেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি অভিযোগ করেন, বিজেপির (Bjp) এই বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের পিছনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মদত রয়েছে। এই হুমকি ওই দিনের ঘটনার প্রেক্ষিতে বলে মনে করা হচ্ছে। কারণ চিঠিতে লেখা হয়েছে “পার্থ আর বিনয়কৃষ্ণ বর্মন কলকাতায় গিয়ে যা করছ, তা ভাল হচ্ছে না। জাতি বিরোধী কার্যকলাপ করলে , চরম শাস্তি দেওয়া হবে। বিজেপি ভোটে জিতেছে, তাই তৃণমূল কোচ কামতাপুরি মানুষ হত্যা করছে। কোচ কামতাপুরি মানুষের জন্যে লড়াই লড়ছে কেএলও”। কিছুদিন আগেই কেএলও নেতা জীবন সিংয়ের একটি ভিডিও প্রকাশ পায়। তার পরে এই হুমকি চিঠিকে আলাদা করে দেখতে রাজি নয় তৃণমূল।

উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে অভিযোগ করে বিজেপির একাধিক সাংসদ, বিধায়ক বঙ্গভঙ্গের ধুঁয়ো তুলেছেন। আর এতে বিচ্ছিন্নতাবাদীদের মদত থাকার অভিযোগ করতেই বিজেপির পক্ষ নিয়ে কেএলও-র এই হুমকি চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তৃণমূল (Tmc) নেতৃত্ব। এবারের বিধানসভা ভোটেও উত্তরে তুলনামূলকভাবে ভালো ফল করেছে বিজেপি। আর তারপরেই উত্তরবঙ্গকে ভাগ করার জিগির তুলেছে বিজেপি নেতাদের একাংশ। এই পরিস্থিতিতে হুমকি চিঠিকে আলাদা করে দেখতে রাজি নয় শাসকদল।

আরও পড়ুন:বর্ষায় বেকায়দায় যোগীর প্রশাসন, গঙ্গাচরে বেরিয়ে পড়ছে একের পর এক লাশ

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version