Thursday, November 6, 2025

বর্ষায় বেকায়দায় যোগীর প্রশাসন, গঙ্গাচরে বেরিয়ে পড়ছে একের পর এক লাশ

Date:

করোনা দ্বিতীয় ঢেউ(Covid second wave) যখন উত্তরপ্রদেশে(UttarPradesh) ভয়াবহ আকার ধারণ করে তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শ্মশানে মৃতদেহ সৎকারের মত জায়গা ছিল না। এই পরিস্থিতিতে গঙ্গার(Ganga) পাড়ে গণকবর দিয়েছিল যোগীর প্রশাসন। তবে বর্ষা আসতেই বাড়তে শুরু করেছে গঙ্গার জল স্তর আর তার জেরে বিপাকে পড়ল যোগী সরকার(Yogi government)। একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে বালি চাপা মৃতদেহ। দেহগুলি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের তা নিয়ে বিশ্বের সন্দেহ নেই কারও।

যদিও যোগীর প্রশাসন এই সমস্ত মৃতদেহগুলি ধামাচাপা দেওয়ার আপ্রান চেষ্টা চালালেও সংবাদমাধ্যমের নজর এড়ায়নি। বেশকিছু বীভৎস ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরা। কোন ছবিতে দেখা যাচ্ছে নদীর ধারে বালিতে আটকে রয়েছে একটি মৃতদেহ তার হাতে পড়া হয়েছে সাদা সার্জিক্যাল গ্লাভস। পুরসভার লোকজনই মৃতদেহ টেনে বের করেন। আবার একটি মৃতদেহের মুখে দেখা যাচ্ছে অক্সিজেনের টিউব লাগানো। এমনই অসংখ্য মৃতদেহের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে যোগী সরকারকে। তড়িঘড়ি এই সকল মৃতদেহ সৎকার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে প্রয়াগরাজ পুরসভা।

প্রয়াগরাজ পুরসভার জোনাল অফিসার নীরজ কুমার সিং জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আমরা মোট ৪০টি দেহ সত্‍কার করেছি। সমস্ত নিয়ম মেনে এক এক করে দেহ সত্‍কার করা হচ্ছে। মুখে অক্সিজেন টিউব লাগানো দেহটির বিষয়ে তিনি বলেছেন, পরিবারের লোকজন এখানে ফেলে চলে গেছে। হয়তো ওরা ভয় পেয়েছিল। আমি জানিনা কেন এমন করেছে। এ প্রসঙ্গে প্রয়াগরাজের মেয়র অভিলাষ গুপ্ত নন্দী বলেন, ‘গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার জন্য মৃতদেহ বেরিয়ে আসছে। যেখানেই আমরা এটা দেখছি, সত্‍কারের ব্যবস্থা করছি’।

 

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version