Friday, May 16, 2025

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ড : দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করতে চাইছে পুলিশ

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে (fake vaccination case) এবার অভিযুক্ত দেবাঞ্জন দেবের (false IAS Debsnjsn deb) বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজুর আবেদন করতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata police)। আজ, শনিবারই আদালতে খুনের চেষ্টার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এদিনই আলিপুর আদালতে (Alipore court) দেবাঞ্জনের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করা হতে পারে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই কসবা থানার থেকে নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে লালবাজার । শুক্রবার বিশেষ তদন্তকারী দল তথা সিট (special investigation team)গঠন করা হয়েছে। সূত্রের খবর, এবার এই কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হবে।

 

পুলিশের দাবি, যে ভাবে কোভিশিল্ড বা স্পুটনিক ভি-দেওয়ার নামে অন্য ‘সলিউশন’ দেওয়া হচ্ছিল তাতে ভ্যাকসিন গ্রহীতাদের চরম বিপদ হতে পারত। অথচ প্রাণঘাতী বিপদজনক এই কাজ দিনের পর দিন করে গিয়েছেন দেবাঞ্জন । সব জেনেশুনে সাধারণ মানুষকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া কখনই উচিত হয়নি দেবাঞ্জন দেবের। কয়েক হাজার মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছেন দেবাঞ্জন। তার এই ভুল পদক্ষেপের জেরে প্রাণ সংশয় হতে পারত। তাই কলকাতা পুলিশ কড়া সিদ্ধান্ত নিয়ে দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে চলেছে।

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...