Sunday, November 9, 2025

বিধান পরিষদ গঠনের প্রস্তুতি কি বিধানসভার প্রথম অধিবেশনেই? বাড়ছে জল্পনা

Date:

একুশের বিধানসভা নির্বাচনের(assembly election) আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন ক্ষমতায় আসার পর রাজ্যে বিধান পরিষদ(Bidhan Parishad) ফিরিয়ে আনবেন তিনি। তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস হয়ে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এরপরই শোনা যাচ্ছে, সরকারের প্রথম বিধানসভার অধিবেশনেই বিধান পরিষদ গঠনের কাজ শুরু হয়ে যেতে পারে।

জানা গিয়েছে, আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভা অধিবেশন। সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশনেই বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু করে দিতে পারে সরকার। রাজ্যসভা ও লোকসভার মতো দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা। এটি গঠনের জন্য সর্বপ্রথম বিধানসভায় বিল আনতে হবে রাজ্যকে। এরপর বিধান পরিষদ গঠনের জন্য রাজ্যের রাজ্যপাল ও রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। আর সেটাই সবচেয়ে বড় বাধা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, যদি বিধান পরিষদ গঠিত হয় সে ক্ষেত্রে বিধানসভার এক-তৃতীয়াংশ সদস্য থাকবে বিধান পরিষদে। আর সেই হিসেবে ২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদে থাকতে পারবেন ৯৮ জন সদস্য। যদিও রাজ্য সরকার ও রাজ্যপালের লাগাতার সংঘাতের মাঝে রাজ্যপালের অনুমতি পেয়ে বিধান পরিষদ গঠন করা এতটাও সহজ হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল।

আরও পড়ুন:রবিবার থেকে টানা ৭ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, ফের ধস ও জল জমার আশঙ্কা!

উল্লেখ্য, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহার রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও একটা সময় বিধান পরিষদ ছিল। কিন্তু ১৯৬৯ সালের মার্চ মাসে সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্তি আইন পাস করিয়ে রাজ্য বিধান পরিষদ তুলে দেওয়া হয়েছিল। সে সময় পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল বাংলা কংগ্রেস ও বামেদের যুক্তফ্রন্টের সরকার। সেই সরকারের আমলেই বিধান পরিষদ বিলুপ্ত হয় রাজ্যে। দীর্ঘ ৫০ বছর পর সবকিছু ঠিকঠাক থাকলে ফের বাংলায় ফিরে আসতে চলেছে বিধান পরিষদ।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version