রবিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের সর্বত্র এবং সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের দিকে সরছে।
আরও পড়ুন-রবিশঙ্কর প্রসাদের পর এবার সাংসদ অর্জুন সিংয়ের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার
আগামী সোমবার থেকে মালদহ ও উত্তর দিনাজপুরেও বৃষ্টি হতে পারে। পাশের জেলা দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ সন্নিহিত এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।