Saturday, November 8, 2025

শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না। গোদের উপর বিষ ফোঁড়ার মতো আবার ভুয়ো ভ্যাকসিনের (Fake Vaccine) কবলে পড়েছেন। ডাক্তার দেখানোর পর বেশ কিছু টেস্ট করা হয়। ভালোই ছিলেন। তবে আজ, শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়লেন সাংসদ-অভিনেত্রী (MP-Actress) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মিমির ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিন ভোর থেকে পেটে অসহ্য ব্যথায় কাবু। দেখা দিয়েছে ডিহাইড্রেশনের সমস্যাও। তাঁর কসবার বাড়িতেই ডাক্তার ডাকা হয়েছিল। তাঁর রক্তচাপও বেশ কিছুটা কম বলেই জানিয়েছেন চিকিৎসক। এদিনও বেশ কিছু রক্ত পরীক্ষা করা হচ্ছে অভিনেত্রীর। ইতিমধ্যেই সাংসদ মিমি চক্রবর্তীর এদিনের সমস্ত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, কসবায় ভুয়ো IAS দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্প থেকে ভুয়ো ভ্যাকসিন নিয়েছিলেন মিমি চক্রবর্তী। আমন্ত্রণ পাওয়ার পর বাড়ির কাছে হওয়ার গত মঙ্গলবার কসবার ওই ক্যাম্পে নিজে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। উদ্দেশ্য ছিল সচেতনতা প্রচার। ভ্যাকসিন নিতে মানুষকে উৎসাহিত করা। কিন্তু ভুয়ো IAS-এর চক্রে পড়ে গিয়েছিলেন তিনি।

ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পর্দা ফাঁস হয় প্রতারক দেবাঞ্জন দেবের। এবং তাঁর উদ্যোগেই আইএসকে গ্রেফতার করে পুলিশ। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য।

আরও পড়ুন-বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর

এদিকে, পুলিশি তদন্তে জানা যায়, কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে আমিকাসিন (Amikacin) অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। Amikacin-এর ভায়েলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে, সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে দিয়েছিলেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। যদিও সেই ভুয়ো টিকার প্রভাবেই, অভিনেতা-সাংসদের শরীর খারাপ হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসক পরীক্ষা করে দেখছেন মিমির অসুস্থতার প্রকৃত কারণ।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version