একুশের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) থেকে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জয়ী হননি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে তাঁকে। সে কথা মনে করিয়ে সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন,’শুধুমাত্র একজনকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)রাখতে হবে বলে কোভিডের তৃতীয় ঢেউয়ের মাঝে নির্বাচন করতে হবে! আপাতত উপনির্বাচনের কোনও প্রয়োজন নেই। দরকার হলে ৬ মাস করে আরও দু’জন মুখ্যমন্ত্রী হবেন।” এর পাল্টা জবাব দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।
আরও পড়ুন-ভুয়ো টিকা: রাজনীতির প্যাঁচ কষে ময়দানে শুভেন্দু, কেন্দ্রীয় তদন্ত চেয়ে চিঠি হর্ষবর্ধনকে
উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ আসার আগে উপনির্বাচন সেরে ফেলার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,’আমরা চাইব উপনির্বাচন হয়ে যাক। ৭ দিন প্রচারের জন্য দেওয়া হোক।’
এরমধ্যে জুলাই মাসে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সায়ন্তন জানিয়েছেন, আগামী মাসে ১ লক্ষ মানুষ নিয়ে লালবাজার অভিযান করব। লকডাউন থাকলেও ওই দিন মানব না।
