Sunday, November 16, 2025

উপনির্বাচনের প্রয়োজন নেই : সায়ন্তন, ‘BJP গণতন্ত্রে বিশ্বাস করে না’, পাল্টা জবাব তৃণমূল সাংসদের

Date:

একুশের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) থেকে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জয়ী হননি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে তাঁকে। সে কথা মনে করিয়ে সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন,’শুধুমাত্র একজনকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)রাখতে হবে বলে কোভিডের তৃতীয় ঢেউয়ের মাঝে নির্বাচন করতে হবে! আপাতত উপনির্বাচনের কোনও প্রয়োজন নেই। দরকার হলে ৬ মাস করে আরও দু’জন মুখ্যমন্ত্রী হবেন।” এর পাল্টা জবাব দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,’বিজেপি উপনির্বাচনকে ভয় পাচ্ছে কেন? কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেজন্য ভোট চায় না।’ তিনি আরও বলেছেন,’কোভিড বিধি ভেঙেছে BJP। আমরা ব্রিগেড করিনি। BJP ব্রিগেড নিয়ে ব্যস্ত ছিল। করোনা ছড়িয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় দফার কোভিডকে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেছে।” তৃণমূল সাংসদ আরও জানিয়েছেন, “বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, অগাস্টের আগে চলে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তখন এই ধরনের হুমকি যাঁরা দিচ্ছেন তাঁরা জনবিরোধী ভূমিকা পালন করছেন। মানুষের স্বার্থকে উপেক্ষা করে কদর্য রাজনৈতিক চিন্তাধারাকে তুলে ধরছে।’

আরও পড়ুন-ভুয়ো টিকা: রাজনীতির প্যাঁচ কষে ময়দানে শুভেন্দু, কেন্দ্রীয় তদন্ত চেয়ে চিঠি হর্ষবর্ধনকে

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ আসার আগে উপনির্বাচন সেরে ফেলার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,’আমরা চাইব উপনির্বাচন হয়ে যাক। ৭ দিন প্রচারের জন্য দেওয়া হোক।’

এরমধ্যে জুলাই মাসে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সায়ন্তন জানিয়েছেন, আগামী মাসে ১ লক্ষ মানুষ নিয়ে লালবাজার অভিযান করব। লকডাউন থাকলেও ওই দিন মানব না।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version