Thursday, December 25, 2025

জন বার্লারা পৃথক উত্তরবঙ্গের দাবি তুলতেই পারেন : দিলীপ ঘোষ

Date:

Share post:

বিজেপি (BJP) রাজ্যভাগের(partition) বিপক্ষে হলেও জন বার্লা, শিখা চট্টোপাধ্যায়, আনন্দময় বর্মনরা বারেবারেই আলাদা উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের কথা বলে অন্যায় কিছু করছেন না বলে মনে করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সড়কপথে কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার আগে দিলীপবাবু এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে গোর্খাল্যান্ডের(demand for Gorkhaland) দাবিতে আন্দোলন হয়েছে, কামতাপুরের (kamtapur) দাবিতে লড়াই হয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরেও উত্তরবঙ্গের মানুষের মনে নানা বিষয়ে ক্ষোভ-অভিযোগ রয়েছে। বারেবারে নানা দলকে জিতিয়ে উত্তরবঙ্গের অভাব-অভিযোগ ঘোচেনি। এখন বিজেপির উপরে উত্তরবঙ্গের মানুষ ভরসা করছেন। তাই এখনাকর মানুষের দাবি-দাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিরা বলতেই পারেন। এর পরেই দিলীপবাবুর সংযোজন, তাঁরা রাজ্যভাগের বিপক্ষে। তবে উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়া নিয়ে যদি কোনওদিন চিন্তাভাবনার সময় আসে এবং পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এতদিন জন বার্লা আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়ায় তাঁকে বিজেপির তরফে সতর্ক করা হয়েছে বলে অনেকে দাবি করেছেন। কিন্তু, বাস্তবে দিলীপবাবু বুঝিয়ে দিলেন, জন বার্লাকে শীর্ষ নেতাদের তরফে সতর্ক করা হয়নি। বরং, জন বার্লা এলাকাবাসীর কথা বলতেই পারেন বলে ঘুরিয়ে হলেও জনের পাশেই দাঁড়িয়েছেন দিলীপবাবু।

এদিন দিলীপবাবু কোচবিহারে যাবেন। সেখানে তিন বিঘায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তার পরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ যে সব এলাকায় রয়েছে সেখানে গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি জানান, কোচবিহার থেকে মালদহ, সব জায়গায় ঘুরে দেখবেন।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...