Thursday, December 4, 2025

জন বার্লারা পৃথক উত্তরবঙ্গের দাবি তুলতেই পারেন : দিলীপ ঘোষ

Date:

Share post:

বিজেপি (BJP) রাজ্যভাগের(partition) বিপক্ষে হলেও জন বার্লা, শিখা চট্টোপাধ্যায়, আনন্দময় বর্মনরা বারেবারেই আলাদা উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের কথা বলে অন্যায় কিছু করছেন না বলে মনে করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সড়কপথে কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার আগে দিলীপবাবু এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে গোর্খাল্যান্ডের(demand for Gorkhaland) দাবিতে আন্দোলন হয়েছে, কামতাপুরের (kamtapur) দাবিতে লড়াই হয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরেও উত্তরবঙ্গের মানুষের মনে নানা বিষয়ে ক্ষোভ-অভিযোগ রয়েছে। বারেবারে নানা দলকে জিতিয়ে উত্তরবঙ্গের অভাব-অভিযোগ ঘোচেনি। এখন বিজেপির উপরে উত্তরবঙ্গের মানুষ ভরসা করছেন। তাই এখনাকর মানুষের দাবি-দাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিরা বলতেই পারেন। এর পরেই দিলীপবাবুর সংযোজন, তাঁরা রাজ্যভাগের বিপক্ষে। তবে উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়া নিয়ে যদি কোনওদিন চিন্তাভাবনার সময় আসে এবং পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এতদিন জন বার্লা আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়ায় তাঁকে বিজেপির তরফে সতর্ক করা হয়েছে বলে অনেকে দাবি করেছেন। কিন্তু, বাস্তবে দিলীপবাবু বুঝিয়ে দিলেন, জন বার্লাকে শীর্ষ নেতাদের তরফে সতর্ক করা হয়নি। বরং, জন বার্লা এলাকাবাসীর কথা বলতেই পারেন বলে ঘুরিয়ে হলেও জনের পাশেই দাঁড়িয়েছেন দিলীপবাবু।

এদিন দিলীপবাবু কোচবিহারে যাবেন। সেখানে তিন বিঘায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তার পরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ যে সব এলাকায় রয়েছে সেখানে গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি জানান, কোচবিহার থেকে মালদহ, সব জায়গায় ঘুরে দেখবেন।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...