Wednesday, August 27, 2025

টিকাকরণের গতি বহাল রাখতে এনজিও-র সাহায্য নেওয়ার পরামর্শ মোদির

Date:

দেশের করোনা পরিস্থিতি(Covid situation) ও টিকাকরণের বিস্তারিত খোঁজখবর নিতে শনিবার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে টিকাকরণের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট হলেও, জানিয়ে দিলেন আরও বেশি করে মানুষের কাছে টিকা পৌঁছতে পারলে ভালো হয়। আর সেই লক্ষ্যে টিকাকরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী(Prime Minister)।

শনিবার দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণের বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকরা। তাঁরা প্রধানমন্ত্রীকে দেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে সবিস্তারে জানান। বিস্তারিত তথ্য দেওয়া হয় বয়স ভেদে কিভাবে দেশজুড়ে টিকাকরণ চলছে। শেষ ছ’দিনে দেশে ৩ কোটি ৭০ লক্ষের বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। মালয়েশিয়া বা সৌদি আরবের মতো দেশের সামগ্রিক জনসংখ্যার সমান মানুষকে টিকা দিতে পেরেছে ভারত। টিকাকরণের বিস্তারিত পরিসংখ্যান শোনার পর স্বাস্থ্য দফতরের কাজে সন্তুষ্ট হন প্রধানমন্ত্রী। জানান, আগামী দিনেও এই গতি ধরে রাখতে হবে। পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার জন্য দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও এই কাজে ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:দলত্যাগের জল্পনার মাঝেই নেতৃত্বকে জোড়া চিঠি রাজীবের, আমন্ত্রণ পেলেন পদ্মের বৈঠকে

এছাড়াও বৈঠকে উপস্থিত আধিকারিকদের তিনি স্মরণ করিয়ে দেন, দেশে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি রাজ্যে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনওরকম খামতি না থাকে সেদিকে খেয়াল রাখা এবং রাজ্য গুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি এদিনের বৈঠকে দেশের স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version