অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো কাপে শেষ আটে পৌঁছে গেল ইতালি

ইউরো কাপে ( Euro cup) শেষ আটে পৌঁছে গেল ইতালি( Italy )। শনিবার রাতে হারাল অস্ট্রিয়াকে( Austria)। ম‍্যাচের ফলাফল ২-১। ম‍্যাচের এক্সট্রা টাইমে গোল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মানচিনির দল।

ম‍্যাচের শুরুর থেকেই আক্রমণ ঝাপায় ইতালি। তবে পাল্টা আক্রমণ চালায় অস্ট্রিয়া। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে একটি গোল করে অস্ট্রিয়া। তবে তা ভিএআর বাতিল হয়ে যায়। এরপর যেন আরও ইতালিকে চেপে ধরে অস্ট্রিয়া। তবে আক্রমণ পাল্টা আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍‍্যর্থ হয় দু’দল। যার ফলে গোলশূন‍্য ভাবে শেষ হয় খেলা।

এরপর অতিরিক্ত সময়ে খেলা শুরু হলে ম‍্যাচ ধরে ফেলে মানচিনির দল। ম‍্যাচের ৯৫ মিনিটে গোল করে ইতালিকে এগিয়ে দেয় চিয়েসা। ১০৫ মিনিটে ইতালির ২-০ করেন পেসিনা। ম‍্যাচের ১১৪ মিনিটে অস্ট্রিয়ার হয়ে একমাত্র গোলটি করেন কালাজদজিক।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস