Friday, August 22, 2025

নেইমার নেই, সাম্বার ঝলকও নেই! কোপার নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো না ব্রাজিল

Date:

“নেইমার, নেই হার”! এবার কোপার (Copa America) শুরু থেকে এটাই যেন ব্রাজিলের (Brazil) অলিখিত ট্যাগ লাইন। টুর্নামেন্টের শুরু থেকেই সাম্বার (Samba) ঝলকানি। সেই ধারা বজায় রেখেইএক ম্যাচ হাতে থাকতেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। কোচ তিতে (Tite) তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের (Equador) বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমার (Neymar)-সহ সুপার ইলেভেনের একঝাঁক তারকাকে। রিজার্ভ বেঞ্চ পরখ করতেই কোচের এমন ভাবনা। কিন্তু যা হওয়ার তাই হলো। না হারলেও, ম্যাচ জেতা হয়নি ব্রাজিলের। ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে ইকুয়েডরও চলে গেলো কোয়ার্টার ফাইনালে।

এই ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জেতা ব্রাজিলই আজ প্রথম গোলটি দিয়েছে। ৩৭ মিনিটে এডের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর।

১–০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে ছন্নছাড়া খেলতে শুরু করে। এই সুযোগে সমতায় ফেরে ইকুয়েডর। অঘটনের আশঙ্কা থেকে কোচ তিতে ডগলাস লুইজের বদলি হিসেবে মাঠে নামিয়ে দেন কাসেমিরোকে। রিয়াল মাদ্রিদ তারকা মাঠে নামতেই আবার নিজেদের ছন্দ ফিরে পায় ব্রাজিল। তবে গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিলিয়ানরা।

ব্রাজিল আজ শুধু নেইমারকেই নয় প্রথম একাদশে রাখেনি থিয়াগো সিলভা, কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসদের। বিকল্পরা অবশ্য সাম্বার ঝলক দেখাতে পারেননি। তবু ম্যাচের প্রথম গোলটি পেয়ে গিয়েছিল ব্রাজিলই। ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করেছে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ‘বি’ গ্রুপের শীর্ষ দল শেষ আটে পাবে উরুগুয়ে কিংবা চিলিকে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version