Saturday, August 23, 2025

নেইমার নেই, সাম্বার ঝলকও নেই! কোপার নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো না ব্রাজিল

Date:

“নেইমার, নেই হার”! এবার কোপার (Copa America) শুরু থেকে এটাই যেন ব্রাজিলের (Brazil) অলিখিত ট্যাগ লাইন। টুর্নামেন্টের শুরু থেকেই সাম্বার (Samba) ঝলকানি। সেই ধারা বজায় রেখেইএক ম্যাচ হাতে থাকতেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। কোচ তিতে (Tite) তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের (Equador) বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমার (Neymar)-সহ সুপার ইলেভেনের একঝাঁক তারকাকে। রিজার্ভ বেঞ্চ পরখ করতেই কোচের এমন ভাবনা। কিন্তু যা হওয়ার তাই হলো। না হারলেও, ম্যাচ জেতা হয়নি ব্রাজিলের। ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে ইকুয়েডরও চলে গেলো কোয়ার্টার ফাইনালে।

এই ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জেতা ব্রাজিলই আজ প্রথম গোলটি দিয়েছে। ৩৭ মিনিটে এডের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর।

১–০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে ছন্নছাড়া খেলতে শুরু করে। এই সুযোগে সমতায় ফেরে ইকুয়েডর। অঘটনের আশঙ্কা থেকে কোচ তিতে ডগলাস লুইজের বদলি হিসেবে মাঠে নামিয়ে দেন কাসেমিরোকে। রিয়াল মাদ্রিদ তারকা মাঠে নামতেই আবার নিজেদের ছন্দ ফিরে পায় ব্রাজিল। তবে গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিলিয়ানরা।

ব্রাজিল আজ শুধু নেইমারকেই নয় প্রথম একাদশে রাখেনি থিয়াগো সিলভা, কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসদের। বিকল্পরা অবশ্য সাম্বার ঝলক দেখাতে পারেননি। তবু ম্যাচের প্রথম গোলটি পেয়ে গিয়েছিল ব্রাজিলই। ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করেছে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ‘বি’ গ্রুপের শীর্ষ দল শেষ আটে পাবে উরুগুয়ে কিংবা চিলিকে।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version