Monday, November 10, 2025

নেইমার নেই, সাম্বার ঝলকও নেই! কোপার নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো না ব্রাজিল

Date:

“নেইমার, নেই হার”! এবার কোপার (Copa America) শুরু থেকে এটাই যেন ব্রাজিলের (Brazil) অলিখিত ট্যাগ লাইন। টুর্নামেন্টের শুরু থেকেই সাম্বার (Samba) ঝলকানি। সেই ধারা বজায় রেখেইএক ম্যাচ হাতে থাকতেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। কোচ তিতে (Tite) তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের (Equador) বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমার (Neymar)-সহ সুপার ইলেভেনের একঝাঁক তারকাকে। রিজার্ভ বেঞ্চ পরখ করতেই কোচের এমন ভাবনা। কিন্তু যা হওয়ার তাই হলো। না হারলেও, ম্যাচ জেতা হয়নি ব্রাজিলের। ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে ইকুয়েডরও চলে গেলো কোয়ার্টার ফাইনালে।

এই ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জেতা ব্রাজিলই আজ প্রথম গোলটি দিয়েছে। ৩৭ মিনিটে এডের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর।

১–০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে ছন্নছাড়া খেলতে শুরু করে। এই সুযোগে সমতায় ফেরে ইকুয়েডর। অঘটনের আশঙ্কা থেকে কোচ তিতে ডগলাস লুইজের বদলি হিসেবে মাঠে নামিয়ে দেন কাসেমিরোকে। রিয়াল মাদ্রিদ তারকা মাঠে নামতেই আবার নিজেদের ছন্দ ফিরে পায় ব্রাজিল। তবে গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিলিয়ানরা।

ব্রাজিল আজ শুধু নেইমারকেই নয় প্রথম একাদশে রাখেনি থিয়াগো সিলভা, কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসদের। বিকল্পরা অবশ্য সাম্বার ঝলক দেখাতে পারেননি। তবু ম্যাচের প্রথম গোলটি পেয়ে গিয়েছিল ব্রাজিলই। ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করেছে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ‘বি’ গ্রুপের শীর্ষ দল শেষ আটে পাবে উরুগুয়ে কিংবা চিলিকে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version