Thursday, August 28, 2025

পাহাড় সফর সেরে জিটিএ-র আর্থিক দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্ত চাইলেন রাজ্যপাল

Date:

এবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gta)-এর বিরুদ্ধে বহু কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে বিবৃতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার সাত দিনের সফর শেষে দার্জিলিং (Darjeeling) থেকে কলকাতা ফেরার সময়ে প্রথমে পাহাড়ে রাজভবনের সামনে ও পরে বাগডোগরা (Bagdohra) বিমানবন্দরের সামনে জিটিএ-এর বিরুদ্ধে ওঠা আর্থিক নয়ছয়ের অভিযোগ খতিযে দেখতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (Cag) দিয়ে তদন্তের দাবি তোলেন তিনি।

 

রাজ্যপাল বলেন, “পাহাড়ে কদিন থাকার সময়ে জিটিএ-এর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছি। ২০১৭ সাল থেকে জিটিএ-তে মনোনীত প্রশাসক বোর্ড কীভাবে কত টাকা কোথায় খরচ করেছে তা স্পষ্ট নয়”। তা নিয়ে যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে তা উদ্বেগের বিষয় বলে মত রাজ্যপালের। ক্যাগের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল।

 

গত সপ্তাহে পাহাড় সফরে গিয়েছিলেন রাজ্যপাল। তারপর থেকে রাজভবনে নানা সংস্থা, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন তিনি। কেউ আলাদা রাজ্যের দাবিতে স্মারকলিপি দিয়েছেন, আবার কেউ জিটিএ-তে কীভাবে দুর্নীতি হয়েছে তা জানিয়ে তদন্তের অনুরোধ করেছেন।

 

যদিও জিটিএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার বিষয়টিকে ২০১৭ সাল থেকে দীর্ঘ সময় প্রশাসক বোর্ডে থাকা বিনয তামাং (Binay Tamang), অনীত থাপারা (Anit Thapa) গুরুত্ব দিতে চাননি। বিনয়দের তরফে সাফ জানানো হয়েছে, জিটিএ-তে তাঁদের আমলে বরাদ্দ প্রতিটি টাকার হিসেব নবান্নে দাখিল করা হয়েছে। হিল তৃণমূলের এক প্রবীণ সদস্য জানান, রাজ্যপাল বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিদের দিয়েও তদন্ত করানোর কথা বলতে পারেন, তবে তা নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।

 

 

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version