Sunday, May 18, 2025

পাহাড় সফর সেরে জিটিএ-র আর্থিক দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্ত চাইলেন রাজ্যপাল

Date:

এবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gta)-এর বিরুদ্ধে বহু কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে বিবৃতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার সাত দিনের সফর শেষে দার্জিলিং (Darjeeling) থেকে কলকাতা ফেরার সময়ে প্রথমে পাহাড়ে রাজভবনের সামনে ও পরে বাগডোগরা (Bagdohra) বিমানবন্দরের সামনে জিটিএ-এর বিরুদ্ধে ওঠা আর্থিক নয়ছয়ের অভিযোগ খতিযে দেখতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (Cag) দিয়ে তদন্তের দাবি তোলেন তিনি।

 

রাজ্যপাল বলেন, “পাহাড়ে কদিন থাকার সময়ে জিটিএ-এর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছি। ২০১৭ সাল থেকে জিটিএ-তে মনোনীত প্রশাসক বোর্ড কীভাবে কত টাকা কোথায় খরচ করেছে তা স্পষ্ট নয়”। তা নিয়ে যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে তা উদ্বেগের বিষয় বলে মত রাজ্যপালের। ক্যাগের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল।

 

গত সপ্তাহে পাহাড় সফরে গিয়েছিলেন রাজ্যপাল। তারপর থেকে রাজভবনে নানা সংস্থা, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন তিনি। কেউ আলাদা রাজ্যের দাবিতে স্মারকলিপি দিয়েছেন, আবার কেউ জিটিএ-তে কীভাবে দুর্নীতি হয়েছে তা জানিয়ে তদন্তের অনুরোধ করেছেন।

 

যদিও জিটিএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার বিষয়টিকে ২০১৭ সাল থেকে দীর্ঘ সময় প্রশাসক বোর্ডে থাকা বিনয তামাং (Binay Tamang), অনীত থাপারা (Anit Thapa) গুরুত্ব দিতে চাননি। বিনয়দের তরফে সাফ জানানো হয়েছে, জিটিএ-তে তাঁদের আমলে বরাদ্দ প্রতিটি টাকার হিসেব নবান্নে দাখিল করা হয়েছে। হিল তৃণমূলের এক প্রবীণ সদস্য জানান, রাজ্যপাল বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিদের দিয়েও তদন্ত করানোর কথা বলতে পারেন, তবে তা নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।

 

 

 

Related articles

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version