Sunday, May 18, 2025

পাহাড় সফর সেরে জিটিএ-র আর্থিক দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্ত চাইলেন রাজ্যপাল

Date:

এবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gta)-এর বিরুদ্ধে বহু কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে বিবৃতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার সাত দিনের সফর শেষে দার্জিলিং (Darjeeling) থেকে কলকাতা ফেরার সময়ে প্রথমে পাহাড়ে রাজভবনের সামনে ও পরে বাগডোগরা (Bagdohra) বিমানবন্দরের সামনে জিটিএ-এর বিরুদ্ধে ওঠা আর্থিক নয়ছয়ের অভিযোগ খতিযে দেখতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (Cag) দিয়ে তদন্তের দাবি তোলেন তিনি।

 

রাজ্যপাল বলেন, “পাহাড়ে কদিন থাকার সময়ে জিটিএ-এর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছি। ২০১৭ সাল থেকে জিটিএ-তে মনোনীত প্রশাসক বোর্ড কীভাবে কত টাকা কোথায় খরচ করেছে তা স্পষ্ট নয়”। তা নিয়ে যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে তা উদ্বেগের বিষয় বলে মত রাজ্যপালের। ক্যাগের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল।

 

গত সপ্তাহে পাহাড় সফরে গিয়েছিলেন রাজ্যপাল। তারপর থেকে রাজভবনে নানা সংস্থা, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন তিনি। কেউ আলাদা রাজ্যের দাবিতে স্মারকলিপি দিয়েছেন, আবার কেউ জিটিএ-তে কীভাবে দুর্নীতি হয়েছে তা জানিয়ে তদন্তের অনুরোধ করেছেন।

 

যদিও জিটিএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার বিষয়টিকে ২০১৭ সাল থেকে দীর্ঘ সময় প্রশাসক বোর্ডে থাকা বিনয তামাং (Binay Tamang), অনীত থাপারা (Anit Thapa) গুরুত্ব দিতে চাননি। বিনয়দের তরফে সাফ জানানো হয়েছে, জিটিএ-তে তাঁদের আমলে বরাদ্দ প্রতিটি টাকার হিসেব নবান্নে দাখিল করা হয়েছে। হিল তৃণমূলের এক প্রবীণ সদস্য জানান, রাজ্যপাল বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিদের দিয়েও তদন্ত করানোর কথা বলতে পারেন, তবে তা নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।

 

 

 

Related articles

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন...

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...
Exit mobile version