Sunday, May 18, 2025

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ জারি করতে হল তাদের। অভিযোগ প্রশাসনিক অনুমতি ছাড়াই নির্মাণ কাজ চালিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা। তাঁকে সাতদিনের সময় দিয়েছে বিএমসি, নিজের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য।

একাধিক অবৈধ নির্মাণ নিয়ে মুম্বই তথা মহারাষ্ট্রে বিরোধীরা সরব হওয়ার পরই একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে বিএমসি (BMC)। সেই নজরদারিতেই এপর্যন্ত ১৩০ টি অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তার মধ্যে মাধ আইল্যান্ড এলাকায় সম্প্রতি পাঁচটি বাড়ি ভেঙেও দেওয়া হয়।

সপ্তাহখানেক আগে মালাড (Malad) এলাকার এরাঙ্গেল গ্রামের হীরাদেবী মন্দির এলাকায় তদন্তে গিয়েই মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণ নজরে আসে বিএমসি-র (BMC)। উপযুক্ত অনুমতি ছাড়াই সেখানে একটি একতলা বাড়ি, একটি একতলার কাঠামো ও দুটি অস্থায়ী ইটের কাঠামো নির্মাণ করেছিলেন মিঠুন, অভিযোগ কর্তৃপক্ষের। এছাড়াও সেখানে তিনটি অস্থায়ী কাঠ, কাঁচের কাঠামো, এসি শিট রাখার অভিযোগ তোলা হয়।

ইতিমধ্যেই একাধিক নির্মাণকে ভুয়ো কাগজের মাধ্যমে তৈরি বলে অভিযোগ তুলেছে বিএমসি (BMC)। মিঠুন চক্রবর্তীর নির্মাণের ক্ষেত্রে যথাযথ অনুমতি নেই বলেই অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে কেন তিনি এমন নির্মাণ করেছেন, সেই উত্তর দিতে হবে সাতদিনের মধ্য়ে। যদিও মিঠুনের দাবি, তিনি কোনও অবৈধ নির্মাণ করেননি। যথাযথ উত্তর তিনি বিএমসি-কে পাঠিয়েছেন।

Related articles

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন...

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...
Exit mobile version