Sunday, November 2, 2025

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ জারি করতে হল তাদের। অভিযোগ প্রশাসনিক অনুমতি ছাড়াই নির্মাণ কাজ চালিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা। তাঁকে সাতদিনের সময় দিয়েছে বিএমসি, নিজের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য।

একাধিক অবৈধ নির্মাণ নিয়ে মুম্বই তথা মহারাষ্ট্রে বিরোধীরা সরব হওয়ার পরই একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে বিএমসি (BMC)। সেই নজরদারিতেই এপর্যন্ত ১৩০ টি অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তার মধ্যে মাধ আইল্যান্ড এলাকায় সম্প্রতি পাঁচটি বাড়ি ভেঙেও দেওয়া হয়।

সপ্তাহখানেক আগে মালাড (Malad) এলাকার এরাঙ্গেল গ্রামের হীরাদেবী মন্দির এলাকায় তদন্তে গিয়েই মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণ নজরে আসে বিএমসি-র (BMC)। উপযুক্ত অনুমতি ছাড়াই সেখানে একটি একতলা বাড়ি, একটি একতলার কাঠামো ও দুটি অস্থায়ী ইটের কাঠামো নির্মাণ করেছিলেন মিঠুন, অভিযোগ কর্তৃপক্ষের। এছাড়াও সেখানে তিনটি অস্থায়ী কাঠ, কাঁচের কাঠামো, এসি শিট রাখার অভিযোগ তোলা হয়।

ইতিমধ্যেই একাধিক নির্মাণকে ভুয়ো কাগজের মাধ্যমে তৈরি বলে অভিযোগ তুলেছে বিএমসি (BMC)। মিঠুন চক্রবর্তীর নির্মাণের ক্ষেত্রে যথাযথ অনুমতি নেই বলেই অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে কেন তিনি এমন নির্মাণ করেছেন, সেই উত্তর দিতে হবে সাতদিনের মধ্য়ে। যদিও মিঠুনের দাবি, তিনি কোনও অবৈধ নির্মাণ করেননি। যথাযথ উত্তর তিনি বিএমসি-কে পাঠিয়েছেন।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version