ফের রণক্ষেত্র একবালপুর (Ikbalpur)। এবার এলাকা দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড একবালপুর। দফায় দফায় সংঘর্ষ (Conflict) হয়। হাতাহাতি, এমনকি গুলি চলারও অভিযোগ ওঠে। অশান্তি পক্ষনোর ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। রয়েছে চাপা উত্তেজনা। থমথমে পরিবেশ।

কোন গোষ্ঠীর দখলে থাকবে এলাকা? এই নিয়ে শনিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে একবালপুরের ডক্টর সুধীর বসু রোড। অভিযোগ, এলাকা দখল নয় প্রথমে বচসা, তারপর সংঘর্ষে জড়িয়ে পড়ে ইডলি বিকি এবং ইমরানের গোষ্ঠী। সেই সংঘর্ষ বিরাট আকার ধারণ করে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে একবালপুর থানার পুলিশ। লালবাজার থেকে আসে অতিরিক্ত ফোর্সও। পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত ইডলি বিকি ও তানভির নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
