Wednesday, November 12, 2025

৬ মাসের শিশু-সহ ১৮ বছরের স্বামী পরিত্যক্ত যুবতীই এখন সাব-ইন্সপেক্টর

Date:

পরিবারের অমতে বিয়ে করেও সুখ হয়নি। ১৮ বছর বয়সেই সন্তান-সহ স্বামী বাড়ি থেকে তাঁকে বের করে দিয়েছিল। সাময়িক কষ্ট হয়েছিল ঠিকই। কিন্তু দমে থাকেননি কেরালার অ্যানি শিবা। রোজগারের জন্য কেরালার ভারকালায় লেমোনেড ও আইসক্রিমের দোকান খুলে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু তাও তেমন চলেনি। তবে এতকিছুর মাঝেও স্বপ্ন দেখা ছাড়েননি অ্যানি। সাব-ইন্সপেক্টরের প্রবেশিকা পরীক্ষায় পাশ করে এখন অ্যানি ভারকালা পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর।

অ্যানি শিবার এমন অসামান্য সাফল্য সত্যিই গল্পের মতো। কেরালা পুলিশ তাঁর এই কীর্তির প্রশংসায় পঞ্চমুখ। টুইটে তারা লিখেছে, ‘মনের জোর ও আত্মবিশ্বাসের সত্যিকারের উদাহরণ। ৬ মাসের সন্তানকে নিয়ে ১৮ বছরের মেয়েকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তিনিই এখন ভারকালা পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর।’ সমস্ত বাঁধা কাটিয়ে অ্যানি  পুলিশের সাব-ইন্সপেক্টরের পদে প্রবেশনারি পরীক্ষায় পাশ করেছেন।

তবে এত সাফল্য পেয়েও অ্যানি পুরনো দিনের কথা ভুলতে পারেননি। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘কয়েকদিন আগেই জানতে পারি, আমার পোস্টিং হয়েছে ভারকালা পুলিশ স্টেশনে। এই এলাকাতেই একসময় দিনের পর দিন চোখের জল ফেলেছি। আমাকে ও আমার সন্তানের পাশে তখন কেউ ছিল না। কত কাজ খুঁজেছি, পায়নি।  ভারকালা শিবগিরি আশ্রম এলাকায় আমি অনেক কাজের চেষ্টা করেছি। কিন্তু তাও হয়নি। শেষে রুজি রোজগারের জন্য লেমোনেড ও আইসক্রিম বিক্রির ব্যবসাও করেছি। কোনওটাই চলেনি। তখনই এক ব্যক্তি আমাকে সাব-ইন্সপেক্টরের পরীক্ষায় বসার পরামর্শ দেন।’ যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি অ্যানি।তবে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বেজায় খুশি সে।

অ্যানির কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। সকল বাঁধাকে অতিক্রম করে অ্যানির এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন কেরালাবাসীও। অ্যানি মেয়ে জাতির গর্ব বলেও অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version