Wednesday, November 5, 2025

তাঁর বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা খারিজ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টাইমস-নাও চ্যানেলের এডিটর-ইন-চিফ রাহুল শিবশঙ্কর৷

সেই আর্জিতে সাড়া না দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন রাহুল শিবশঙ্করকে৷ তবে সাম্প্রতিক অতিমারি পরিস্থিতিতে সরাসরি হাজিরার পরিবর্তে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে পারবেন
রাহুল শিবশঙ্কর৷ পাশাপাশি বিচারপতি কৌশিক চন্দ নির্দেশে বলেছেন, প্রয়োজনে তদন্তকারী সংস্থাও আগাম ৪৮ ঘন্টার নোটিশ দিয়ে দিল্লি গিয়েও রাহুল শিবশঙ্করকে জিজ্ঞাসাবাদ করতে পারবে৷

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, গত ৪ এপ্রিল, টাইমস-নাও চ্যানেলের টুইটার হ্যাণ্ডলে
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর এবং মানহানিকর একটি অডিও-টেপ সম্প্রচার করা হয়৷ ওই অডিও-টেপে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়৷ সেই অডিও-টেপেই এ ধরনের আপত্তিকর এবং বিতর্কিত মন্তব্য শোনা যায়৷ অথচ ওই সম্প্রচারেই জানানো হয়, অডিও-টেপের বক্তব্যের দায় টাইমস-নাও চ্যানেলের নয়৷
ওই মানহানিকর সম্প্রচারের বিরুদ্ধে FIR করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ FIR-এ বলা হয়, ভোটের মুখে পরিকল্পিতভাবেই ‘টাইমস নাও’ এই অডিও-টেপ সম্প্রচার করেছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে৷, যাতে নির্বাচনকে প্রভাবিত করা যায়৷ এই FIR-এর ভিত্তিতে মামলাও হয় আলিপুর কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে৷ আদালত টাইমস-নাও চ্যানেলের এডিটর- ইন- চিফ রাহুল শিবশঙ্করকে ফৌজদারি আইনের ৪১এ ধারা অনুসারে নোটিস দেয়৷
এর পরেই রাহুল শিবশঙ্কর হাইকোর্টে আবেদন করেন ওই FIR এবং মামলা খারিজের দাবি জানিয়ে৷ এদিন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে রাহুল শিবশঙ্করের কৌঁসুলি দেবাশিস রায় মামলা খারিজের আবেদন জানান৷ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় বসু এই আর্জির জোরালো সওয়ালে বিরোধিতা করেন৷

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৌশিক চন্দ ফৌজদারি আইনের ৪১এ ধারা অনুসারে তদন্তের মুখোমুখি হতে নির্দেশ দিয়েছেন রাহুল শিবশঙ্করকে৷

 

 

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version