Friday, November 7, 2025

তাঁর বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা খারিজ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টাইমস-নাও চ্যানেলের এডিটর-ইন-চিফ রাহুল শিবশঙ্কর৷

সেই আর্জিতে সাড়া না দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন রাহুল শিবশঙ্করকে৷ তবে সাম্প্রতিক অতিমারি পরিস্থিতিতে সরাসরি হাজিরার পরিবর্তে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে পারবেন
রাহুল শিবশঙ্কর৷ পাশাপাশি বিচারপতি কৌশিক চন্দ নির্দেশে বলেছেন, প্রয়োজনে তদন্তকারী সংস্থাও আগাম ৪৮ ঘন্টার নোটিশ দিয়ে দিল্লি গিয়েও রাহুল শিবশঙ্করকে জিজ্ঞাসাবাদ করতে পারবে৷

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, গত ৪ এপ্রিল, টাইমস-নাও চ্যানেলের টুইটার হ্যাণ্ডলে
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর এবং মানহানিকর একটি অডিও-টেপ সম্প্রচার করা হয়৷ ওই অডিও-টেপে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়৷ সেই অডিও-টেপেই এ ধরনের আপত্তিকর এবং বিতর্কিত মন্তব্য শোনা যায়৷ অথচ ওই সম্প্রচারেই জানানো হয়, অডিও-টেপের বক্তব্যের দায় টাইমস-নাও চ্যানেলের নয়৷
ওই মানহানিকর সম্প্রচারের বিরুদ্ধে FIR করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ FIR-এ বলা হয়, ভোটের মুখে পরিকল্পিতভাবেই ‘টাইমস নাও’ এই অডিও-টেপ সম্প্রচার করেছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে৷, যাতে নির্বাচনকে প্রভাবিত করা যায়৷ এই FIR-এর ভিত্তিতে মামলাও হয় আলিপুর কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে৷ আদালত টাইমস-নাও চ্যানেলের এডিটর- ইন- চিফ রাহুল শিবশঙ্করকে ফৌজদারি আইনের ৪১এ ধারা অনুসারে নোটিস দেয়৷
এর পরেই রাহুল শিবশঙ্কর হাইকোর্টে আবেদন করেন ওই FIR এবং মামলা খারিজের দাবি জানিয়ে৷ এদিন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে রাহুল শিবশঙ্করের কৌঁসুলি দেবাশিস রায় মামলা খারিজের আবেদন জানান৷ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় বসু এই আর্জির জোরালো সওয়ালে বিরোধিতা করেন৷

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৌশিক চন্দ ফৌজদারি আইনের ৪১এ ধারা অনুসারে তদন্তের মুখোমুখি হতে নির্দেশ দিয়েছেন রাহুল শিবশঙ্করকে৷

 

 

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version