Sunday, August 24, 2025

বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে

Date:

বুধবার অর্থাৎ আগামিকাল মন্ত্রিসভার (ministerial meeting) বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। কী কারণে হঠাৎ এই মন্ত্রিসভার বৈঠক তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ মত অনুযায়ী সম্ভবত মন্ত্রিসভার রদবদলের জন্যই এই বৈঠক। সেই সঙ্গে রাজনৈতিক মহলে আরো একটি তথ্য নিয়ে আলোচনা চলছে। তবে কি বাংলা (West Bengal) এবার নতুন কোনও মন্ত্রী পেতে চলেছে? বর্তমানে বাংলা থেকে দুজন মন্ত্রী রয়েছেন। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী (debashree Chaudhari)। যদিও তাঁরা কেউই পূর্ণমন্ত্রী নন। দুজনেই প্রতিমন্ত্রী । কিন্তু বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর রাজধানীর রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, তাহলে এবার কি মোদি বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করতে চলেছেন? মন্ত্রিসভার রদবদলের জল্পনা শুরু হতেই বাংলা নিয়েও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় বর্তমানে ৬০ জন মন্ত্রী রয়েছেন। সেই সংখ্যা বাড়ানো হতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। তবে সেই সংখ্যা বেড়ে কত হবে বা সেখানে কারা কারা স্থান পেতে চলেছেন তা নিয়ে এখন থেকেই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে।

যদিও জানা গিয়েছে মন্ত্রিসভার এই বৈঠকে দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। করোনার তৃতীয় ঢেউ সামলাতে দেশ কতটা প্রস্তুত সেসব নিয়েও কথা হতে পারে। একই সঙ্গে বেশ কিছু মন্ত্রীর ‘রিপোর্ট কার্ড’ও খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।

গত সপ্তাহেই মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পূর্ণমন্ত্রীরা ছাড়াও প্রতিমন্ত্রীরাও ছিলেন। সকলের কাজ এবং জনসংযোগের পর্যালোচনা করতেই সেই বৈঠক করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখনই কোনও মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্ত হয় তার আগেই এ ধরনের বৈঠক হয়ে থাকে ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version