Friday, November 7, 2025

বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে

Date:

বুধবার অর্থাৎ আগামিকাল মন্ত্রিসভার (ministerial meeting) বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। কী কারণে হঠাৎ এই মন্ত্রিসভার বৈঠক তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ মত অনুযায়ী সম্ভবত মন্ত্রিসভার রদবদলের জন্যই এই বৈঠক। সেই সঙ্গে রাজনৈতিক মহলে আরো একটি তথ্য নিয়ে আলোচনা চলছে। তবে কি বাংলা (West Bengal) এবার নতুন কোনও মন্ত্রী পেতে চলেছে? বর্তমানে বাংলা থেকে দুজন মন্ত্রী রয়েছেন। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী (debashree Chaudhari)। যদিও তাঁরা কেউই পূর্ণমন্ত্রী নন। দুজনেই প্রতিমন্ত্রী । কিন্তু বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর রাজধানীর রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, তাহলে এবার কি মোদি বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করতে চলেছেন? মন্ত্রিসভার রদবদলের জল্পনা শুরু হতেই বাংলা নিয়েও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় বর্তমানে ৬০ জন মন্ত্রী রয়েছেন। সেই সংখ্যা বাড়ানো হতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। তবে সেই সংখ্যা বেড়ে কত হবে বা সেখানে কারা কারা স্থান পেতে চলেছেন তা নিয়ে এখন থেকেই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে।

যদিও জানা গিয়েছে মন্ত্রিসভার এই বৈঠকে দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। করোনার তৃতীয় ঢেউ সামলাতে দেশ কতটা প্রস্তুত সেসব নিয়েও কথা হতে পারে। একই সঙ্গে বেশ কিছু মন্ত্রীর ‘রিপোর্ট কার্ড’ও খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।

গত সপ্তাহেই মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পূর্ণমন্ত্রীরা ছাড়াও প্রতিমন্ত্রীরাও ছিলেন। সকলের কাজ এবং জনসংযোগের পর্যালোচনা করতেই সেই বৈঠক করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখনই কোনও মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্ত হয় তার আগেই এ ধরনের বৈঠক হয়ে থাকে ।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version