Monday, May 5, 2025

কোথায় গিয়ে ঠেকেছে বিজেপি(BJP)? নিজেদের দলকে শিক্ষিত করার লোক নেই, সদ্য দলবদলু শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) দেওয়া হল দলের হেডমাস্টারের দায়িত্ব? হ্যাঁ, বিজেপির পরিষদীয় দলের প্রশিক্ষণ শিবিরে এবার বিধায়কদের(MLA) ক্লাস নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, আগামী ৩ জুলাই হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হতে চলেছে এই ক্লাস। যেখানে অভিজ্ঞ শিক্ষকের মত শুভেন্দু বোঝাবেন বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়কদের কী কী করণীয়, কে কোন দায়িত্ব পালন করবেন। কিন্তু এত অভিজ্ঞ নেতা থাকা সত্বেও কেন দলবদলু শুভেন্দুকে এতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে দলের অন্দরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দলকে শিক্ষিত করার দায়িত্ব দলবদলু শুভেন্দুর হাতে ওঠায় রীতিমত অবাক দলের আদি নেতারা।

আরও পড়ুন:বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে

জানা যাচ্ছে, আগামী ৩ জুলাই হতে চলেছে পরিষদীয় নেতাদের এই বৈঠক। যেখানে শিক্ষকের ভূমিকায় দেখা যাবে শুভেন্দুকে। তবে এই ধরনের বৈঠক সাধারণত বিধানসভার অন্দরে হলেও বিজেপি এই বৈঠককে নিয়ে যাচ্ছে দলীয় কার্যালয়ে। যদিও বিজেপি সূত্রের খবর, বিধানসভার অন্দরে অবিশ্বাসের বাতাবরণে রয়েছে। তার জেরেই এই সিদ্ধান্ত। পাশাপাশি পরিষদীয় নেতাদের আলোচনায় কিছু রাজনৈতিক বিষয় রয়েছে যার জন্যই বৈঠকটি হেস্টিংসের করার সিদ্ধান্ত। পাশাপাশি এই ক্লাস সম্পর্কে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিধানসভায় এবার যারা একেবারে নবাগত তাদের রীতিমতো ট্রেনিং দেবেন শুভেন্দু। তবে এত অভিজ্ঞ নেতা থাকতেও শুভেন্দুকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে দলের ভেতর চাপা ক্ষোভ তৈরি হয়েছে। প্রকাশ্যে না বললেও অনেকেই শুভেন্দুর নেতৃত্বে রীতিমতো অখুশি। কারণ বিজেপির তরফে এবার যে ৭৪ জন বিধানসভায় গিয়েছেন তাদের বড় অংশই শুভেন্দু অধিকারীর অনুগামী নন। এই পরিস্থিতিতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা বিষয় একেবারেই উড়িয়ে দিচ্ছে না গেরুয়া শিবির। যদিও শীর্ষ নেতৃত্ব চায় শুভেন্দুর নেতৃত্বেই গোটা বিষয়টা সম্পন্ন হোক। তাই প্রকাশ্যে শুভেন্দুর বিরুদ্ধে কেউ কোনওরকম মন্তব্য না করলেও দলে সমস্ত ক্ষেত্রে শুভেন্দুর বাড়বাড়ন্তে ছাইচাপা আগুন ধিকিধিকি জ্বলছে বিজেপির অন্দরে।

 

Related articles

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...
Exit mobile version